শনিবার ৯ নভেম্বর, ২০২৪


পিভি সিন্ধু

সৈয়দ মোদি আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং সুইস ওপেনের পর ২০২২ সালে তৃতীয় খেতাব জিতলেন পিভি সিন্ধু। সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন হলেন তিনি। ফাইনালে ২১-৯, ১১-২১, ২১-১৫ ব্যবধানে তিনি চিনের ওয়াং ঝি ই-কে হারালেন। প্রথম গেমে ২১-৯ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় গেমে সিন্ধুকে হেরে যেতে হয়। সিন্ধু প্রথম গেমে এক সময় ১৩-২ ব্যবধানে এগিয়ে ছিলেন। সেই অবস্থায় ওয়াং লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও ততক্ষণে অনেকটাই দেরি হয়ে যাওয়ায় সহজেই বিশ্বের প্রাক্তন এক নম্বর মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় লড়াই জিতে নেন।
কিন্তু দ্বিতীয় গেমের প্রথম পয়েন্ট আসে সিন্ধুর দিকে। গোটা গেমেই ওয়াং শুরুর ব্যবধান বজায় রেখেছিলেন। সিন্ধু পাল্টা লড়াই করার চেষ্টা করলেও বিশেষ লাভ হয়নি। ২১-১১ ব্যবধানে দ্বিতীয় গেম জিতে ওয়াংই ওয়াং ম্যাচে সমতা ফেরান।

Skip to content