রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


নিখাত জারিন

ব্যাডমিন্টনের পর ফের সুখবর এল বক্সিং-এ। ভারত বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে জিতল সোনা। ভারতের নিখাত জারিন ৫২ কেজি বিভাগে সোনা জিতেছেন। ৫-০ ব্যবধানে তাইল্যান্ডের জিতপং জুতামাসকে হারিয়ে জারিন সোনার পদক নিশ্চিত করেছেন। ব্রাজিলের ক্যারোলিন ডি আলমেইডাকে বুধবার ৫-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেন জারিন। অপ্রতিরোধ্য জারিন ফাইনাল-সহ আরও চারটি ম্যাচে ৫-০ ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে জয় নিশ্চিত করেছেন। জারিনই প্রথম ভারতীয় যিনি মেরি কমের পর বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতলেন। উল্লেখ্য, বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের এটা দশম সোনা।

Skip to content