বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


মিতালি রাজের অবসর

মিতালি রাজ অবসর নিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। বুধবার মিতালি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন টুইটারে একটি পোস্ট করে। তিনি দেশের হয়ে তিনটি ফরম্যাটেই সাফল্যের সঙ্গে খেলেছেন। গত ২৭ মার্চ মহিলা বিশ্বকাপে শেষ ম্যাচ খেলেছেন মিতালি। তিনি অবস্র নিতে পারেন এমন জল্পনা দীর্ঘদিন ধরেই চলছিল। আজকের ঘোষণায় সেই জল্পনায় দাঁড়ি পড়ল।
নেটমাধ্যমে পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, ‘ছোট থেকেই তাঁর লক্ষ্য স্থির করে রেখেছিলাম ভারতের নীল জার্সি পরব। আমার কাছে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা সবচেয়ে সম্মানের। আমার এই যাত্রাপথের বেশিরভাগটাই ভালো কেটেছে। খারাপ অভিজ্ঞতা খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি। আমার কাছে সব অভিজ্ঞতাই আলাদা ছিল। আমার জীবনের শেষ ২৩ বছর সবচেয়ে সুন্দর, পরিপূর্ণ এবং উপভোগ্য ছিল। সব যাত্রারই এক দিন শেষ হয়। আজ অবসর নিচ্ছি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে।’
তিনি লিখেছেন, যত বার মাঠে ঢুকেছি, দেশকে জেতানোর জন্য নিজের সেরাটা দিয়েছি। জাতীয় দলে সুযোগের পর আমার যে অভিজ্ঞতা হয়েছে, তা মনে রাখব সারাজীবন। আমার মনে হয়, এখনই ক্রিকেটজীবন সমাপ্ত করার সেরা সময়। তরুণ, প্রতিভাবান ক্রিকেটারদের হাতে দল সুরক্ষিত আছে। দেশের মহিলা ক্রিকেটের ভবিষ্যৎ বেশ উজ্জ্বল।

Skip to content