মধ্যপ্রদেশ এই প্রথম বার রঞ্জি চ্যাম্পিয়ন হল। ২৩ বছর পর দ্বিতীয় বার রঞ্জির ফাইনালে উঠে ৬ উইকেটে মুম্বইকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় পণ্ডিতরা। চতুর্থ দিনের শেষ মুম্বইয়ের রান ছিল ২ উইকেটে ১১৩। পৃথ্বী শ, যশস্বী জায়সবালরা পঞ্চম দিন আরও ১৫৬ রান যোগ করেন। মুম্বইয়ের হয়ে সুবেদ পারকর ৫১ এবং সরফরাজ খান ৪৫ রান করেন। মধ্যপ্রদেশ দলের বোলার কুমার কার্তিকেয় ৪টি এবং গৌরব যাদব ও পার্থ সাহানি ২টি করে উইকেট নেন। সেমিফাইনালে মুম্বইয়ের হয়ে দুই ইনিংসে শতরান করেছিলেন যশস্বী। যদিও তিনি দ্বিতীয় ইনিংসে মাত্র এক রান করে আউট হয়ে যান। মধ্যপ্রদেশ শুরুতে যশ দুবের উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে জুটি বাঁধেন হিমাংশু মন্ত্রী ও শুভম শর্মা। মন্ত্রী ৩৭ এবং শুভম ৩০ রান করে আউট হন। অবশেষে ৬ উইকেটে ম্যাচ জিতে মধ্যপ্রদেশ।
????. ?. ???! ? ?
Madhya Pradesh beat Mumbai by 6 wickets & clinch their maiden #RanjiTrophy title? ? @Paytm | #Final | #MPvMUM
Scorecard ▶️ https://t.co/xwAZ13D0nP pic.twitter.com/XrSp2YzwSu
— BCCI Domestic (@BCCIdomestic) June 26, 2022