শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


লিয়োনেল মেসি।

মেসি ঠিকই করে নিয়েছেন প্যারিস সঁ জরমঁ ছাড়ার পরে তিনি কোন ক্লাবে যাচ্ছেন। এ প্রসঙ্গে ফ্রান্সের এক সংবাদমাধ্যম জানিয়েছে, লিয়োনেল মেসি আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিতে চলেছেন। আমেরিকার মেজর সকার লিগের ক্লাবের সঙ্গে মেসির কথা পাকা হয়ে গিয়েছে।

পিএসজি-তে চলতি মরসুমের পরে যে মেসি আর থাকবেন না তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। সম্প্রতি পিএসজি কোচ ক্রিস্টোফ গালটিয়ে বিষয়টি নিশ্চিত করেছিলেন। তার পরেই শুরু হয় জল্পনা। মেসির তালিকায় সৌদি আরবের ক্লাব আল হিলাল, মেজর সকার লিগের ইন্টার মায়ামি এবং মেসির পুরনো ক্লাব বার্সেলোনা এই তিনটি ক্লাব ছিল।
জানা গিয়েছে, মেসিকে পেতে ৫০০০ কোটি টাকা বেতনের প্রস্তাব দিয়েছিল আল হিলাল। সম্প্রতি আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এর পর থেকেই আল হিলাল মেসিকে পেতে ঝাঁপিয়েছে পড়েছিল। আবার বার্সেলোনাও মেসিকে পেতে সমান আগ্রহী। এদিকে, লিয়ো তাঁর নিজের পুরনো ক্লাবকে দিন দশেক সময় দিয়েছেন। তার মধ্যেই মেসি তাঁদের চূড়ান্ত প্রস্তাব পাঠানোর কথা বলেছিলেন। এই আবহে ভেসে আসছিল ইন্টার মায়ামির নাম।
আরও পড়ুন:

বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-১৩: অদ্বিতীয় সম্রাট

কপিল আমন্ত্রণ জানাননি, অভিযোগ আমিরের, কমেডিয়ানকেই বাড়িতে ডাকলেন মিস্টার পারফেকশনিস্ট

ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহ্যাম এই মেজর সকার লিগের এই ক্লাবের অন্যতম মালিক। বেকহ্যামের সঙ্গে মেসির সম্পর্কও ভালো। সংবাদমাধ্যম সুত্রে খবর, সে-কারণের মেসি ৫০০০ কোটি টাকার প্রস্তাব ছেড়ে ইন্টার মায়ামিতে যাওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন। সেখানে মেসির একটি বাড়ি ভাড়াও নেওয়া আছে। এমনও শোনা যাচ্ছে, মায়ামিতে যাবেন বলেই সেখানে থাকার জায়গা ঠিক করেছেন এল এম টেন।
আরও পড়ুন:

তিনি ‘অরণ্যের বিশ্বকোষ’, ৭৯ বছর বয়সেও পরিবেশ সংরক্ষণে নিরলস পরিশ্রম করে চলেছেন তুলসী

এ বার হোয়াটসঅ্যাপেও টেলিগ্রামের মতো সুবিধা! আসছে ১২টি নতুন আকর্ষণীয় ফিচার

আমেরিকার মেজর লিগ সকারে যোগ দেওয়ার কারণ হিসাবে মেসি বলেন, “আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। ইন্টার মায়ামিতেই খেলব। কিছু জিনিস এখনও বাকি আছে। কয়েকটা জিনিস পাইনি এখনও, তবে মিয়ামিতে আমার যাওয়া নিশ্চিত।”
কয়েক বছর আগে মেসি জানিয়েছিলেন, ফুটবলারজীবনের শেষ দিকে তিনি আমেরিকায় খেলতে চান। বেকহ্যামও বিষয়টি জানতেন। তাই তিনি মেসিকে পেতে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি নিয়মিত মেসির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। ইন্টার মায়ামিতে মেসির পদার্পণ বেকহ্যামের সেই পরিশ্রমেরই ফসল।

Skip to content