শনিবার ৯ নভেম্বর, ২০২৪


মিতালি রাজ ও ঝুলন গোস্বামী।

ট্রেনের টিকিটে দুই ক্রিকেটার। দেশের দুই প্রাক্তন দুই তারকা ক্রিকেটার ঝুলন গোস্বামী এবং মিতালি রাজকে এ ভাবেই সম্মান জানাল ভারতীয় রেল। টিকিটে আঁকা হয়েছে কার্টুন। যেখানে দেখা যাচ্ছে, ঝুলন ও মিতালি মাঠের মধ্যে আনন্দে মেতে।
এই বিশেষ টিকিট দুর্গাপুজোর মধ্যে বিক্রি করা হয়েছে। পুজোর সময় ঠাকুর দেখার জন্য হাওড়া-শিয়ালদহ স্টেশন থেকে যাঁরা টিকিট কেটেছেন তাঁরাই এই টিকিট পেয়েছেন। অনেকেই এই টিকিট পেয়ে যত্ন করে রেখে দিয়েছেন। নেটমাধ্যমে কেউ কেউ সেই টিকিটের ছবি দিয়েছেন।
আরও পড়ুন:

ত্বকের পরিচর্যায়: উৎসবের মরসুমে চাই ত্বকের বিশেষ যত্ন? কী কী মেনে চলবেন? রইল ত্বক বিশেষজ্ঞের পরামর্শ

এখনই থামছে না, বর্ষণ চলবে আগামী শুক্রবার পর্যন্ত, লক্ষ্মীপুজোতেও ভাসবে বাংলা?

উল্লেখ্য, সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলে অবসর নিয়েছেন ঝুলন। ভারত-ইংল্যান্ড দু’দলের ক্রিকেটাররা লর্ডসের মাঠে তাঁকে ‘গার্ড অফ অনার’ সম্মান দিয়েছেন। মহিলাদের এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি উইকেট (২৫৫) রয়েছে বাংলার মেয়ে ঝুলন গোস্বামীর ঝুলিতে।
এদিকে, চলতি বছরের জুন মাসে অবসর নিয়েছেন মিতালি রাজ। মিতালিরও রয়েছে বিশেষ রেকর্ড। এক দিনের ক্রিকেটে সব থেকে বেশি রান (৭৮০৫) করেছেন মিতালি। এ ভাবেএই দুই তারকা ক্রিকেটারকে বিশেষ সম্মান জানাল রেল।

Skip to content