শুক্রবার ২১ ফেব্রুয়ারি, ২০২৫


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

প্রথমবার ফাইনাল খেলেই সেরার সেরা হল দেশ। ভারতীয় দল ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে হারিয়ে ছিনিয়ে নিল টমাস কাপ। এই প্রথম বার টমাস কাপ জিতে ইতিহাস গড়ল ভারত। ইন্দোনেশিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে ভারত থমাস কাপে সোনা জয় করেছে। প্রতিযোগিতার ৭৩ বছরের ইতিহাসে ভারত এই প্রথম বার কাপ জিতল। ফাইনালে ভারত প্রথম ম্যাচেই জয় পায়। লক্ষ্য সেন প্রথম গেমে ৮-২১ স্কোরে হারে যান টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী অ্যান্টনি জিন্টিংয়ের কাছে। যদিও দ্বিতীয় গেম ২১-১৭ ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি। শেষে লক্ষ্য প্রতিপক্ষের বিরুদ্ধের হাড্ডাহাড্ডি লড়াই করে ২১-১৬ স্কোরে জিতে এবারের টমাস কাপ ছিনিয়ে নেন। উল্লেখ্য, টমাস কাপকে মনে করা হয় ব্যাডমিন্টনের বিশ্বকাপ।

Skip to content