ছবি প্রতীকী
কাতারে ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। এই প্রথমবার মধ্যপ্রাচ্যের দেশে শুরু হতে চলেছে বিশ্বকাপের আসর। বিশ্বকাপ দেখার জন্য এ বারের নতুন চ্যানেল খোলা হয়েছে। তবে ডিজিটাল মিডিয়াতেও দেখা যাবে খেলা।
এই বিশ্বকাপে মোট ৩২টি দেশ খেলবে। আয়োজক দেশ হিসেবে কাতার ও ইকুয়েডরের মধ্যে হবে প্রথম খেলা হবে ২০ নভেম্বর। ১৮ ডিসেম্বর ফাইনাল ম্যাচ। প্রতি দিন গ্রুপ পর্বে মোট চারটি করে ম্যাচ হবে। বিশ্বকাপের ম্যাচগুলি দেখা যাবে ভারতীয় সময় দুপুর ৩.৩০, সন্ধ্যা ৬.৩০, রাত ৯.৩০ এবং রাত ১২.৩০ মিনিটে।
আরও পড়ুন:
কিছুতেই কাটছে না জট, ‘হেরাফেরি ৩’ এ ‘রাজু’-র চরিত্রে অক্ষয়কেই চান ‘শ্যাম’ সুনীল, ঘোর চিন্তায় কার্তিক?
ছোটদের যত্নে: হঠাৎই জ্বর, মুখে-হাতে ঘা হচ্ছে শিশুদের! কষ্টকর হলেও ভয়ের কিছু নেই, জেনে নিন কোন রোগের উপসর্গ এগুলি
আবার রাত ৮.৩০ মিনিট থেকে গ্রুপ পর্বের আটটি খেলা হবে। রাত ৮.৩০ এবং রাত ১২.৩০ মিনিট থেকে হবে ম্যাচ শুরু হবে প্রি-কোয়ার্টার পর্ব থেকে। দু’টি সেমিফাইনাল ম্যাচ হবে যথাক্রমে আগামী ১৪ এবং ১৫ ডিসেম্বর। ম্যাচগুলি শুরু হবে রাত ১২.৩০ মিনিট থেকে শুরু। তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ হবে আগামী ১৭ ডিসেম্বর। ম্যাচ শুরু হবে রাত ৮.৩০ মিনিট থেকে হবে। আর ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে আগামী ১৮ ডিসেম্বর। সেই ম্যাচ শুরু হবে রাত ৮.৩০ মিনিট থেকে।
আরও পড়ুন:
বাইরে দূরে: অযোধ্যা: ইতিহাস ও জনশ্রুতি /২
জিলিপি খেতে ভালোবাসেন? তাহলে আর দেরি কেন? ঝটপট বানিয়ে ফেলুন গরম গরম আনারসের জিলিপি
মুকেশ অম্বানীর সংস্থা ‘ভায়াকম ১৮’ এই বিশ্বকাপের প্রচার স্বত্ব কিনেছে। প্রতিযোগিতা শুরুর আগে ‘স্পোর্টস ১৮’ নামে একটি চ্যানেল খোলা হয়েছে। সেই চ্যানেলে বিশ্বকাপের সবকটি ম্যাচ দেখা যাবে। একাধিক কেবল অপারেটররা ‘স্পোর্টস ১৮’ কেও তাঁদের তালিকাভুক্ত করেছে। তাই কেবল অপারেটরের সঙ্গে যোগাযোগ করলে বাড়ির টেলিভিশনে সেই চ্যানেল পেয়ে যাবেন।
আরও পড়ুন:
সময়ের আগেই দ্রুত ফোনের চার্জ, নেটপ্যাক ফুরিয়ে যাচ্ছে? আপনার স্মার্টফোনে এই ধরনের অ্যাপ নেই তো?
ইংলিশ টিংলিশ: সবাই যদি বলে ‘very beautiful’, তুমি বলে দ্যাখো ‘ravishing’ বা ‘magnificent’!
তবে রাস্তাঘাটে, কাজের ফাঁকে কি ফুটবল বিশ্বকাপ দেখার সুযোগ পাওয়া যাবে আদৌ? চিন্তা নেই। এর জন্য রয়েছে ‘জিয়ো সিনেমা’ অ্যাপ। সাধারণত জিয়ো-র গ্রাহকরাই ওই অ্যাপটি স্মার্টফোনে ইনস্টল করতে পারেন। যদিও জিয়ো ফুটবল বিশ্বকাপের জন্য তাদের পরিষেবা বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে। ফলে স্মার্টফোনে যে সংস্থারই পরিষেবা থাকুক না কেন, ইনস্টল করা যাবে ‘জিয়ো সিনেমা অ্যাপ’। অ্যাপটি প্লে-স্টোর থেকে ডাউনলোড করে স্মার্টফোনে ইনস্টল করে নেওয়া যাবে। ফলে ‘জিয়ো সিনেমা অ্যাপ’ থেকে ঝঞ্ঝাটহীন ভাবে সরাসরি বিশ্বকাপের সব ম্যাচ দেখা যাবে।
আরও পড়ুন:
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৪০: রবীন্দ্রনাথকে দারোয়ান ভেবে দৌড়ে পালিয়েছিল চোর
দশভুজা: গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!
কোনও অতিরিক্ত খরচ ছাড়াই বাংলা, হিন্দি, মালয়লম, তামিল এবং ইংরেজি ভাষায় খেলা দেখা যাবে। সব থেকে ভালো ব্যাপার হল, সম্পূর্ণ বিনামূল্যে জিয়ো সিনেমাতে বিশ্বকাপের সব ম্যাচ দেখা যাবে!