বিশ্বকাপের স্বাদ নিলেন মেসি।
ফুটবলার হিসাবে অপ্রাপ্তি ছিল শুধু বিশ্বকাপ। তাও বেশ ভালোয় ভালোয় সম্পন্ন হল। রবিবার বিশ্বকাপের ট্রফি ধরা দিয়েছে আর্জেন্টিনার অধিনায়ক ‘এল এম টেন’-এর হাতে। এ বার কি তাহলে জার্সি তুলে রাখছেন লিয়োনেল মেসি? যদিও তাঁর অবসর নিয়ে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন মেসি।
বিশ্বকাপ হাতে নেওয়ার পর জল্পনায় জল ঢেলে মেসি জানিয়ে দিয়েছেন, “এ বার বিশ্বকাপ হাতে নিয়ে বিশ্বকাপ শেষ করতে চেয়েছিলাম। সেটা ভালো মতোই পেরেছি। আর বেশি কিছু চাইতে পারি না। কোপা আমেরিকার পর কাতার বিশ্বকাপ, ভাবতে পারছি না! এ বার কী করব এখনই তা বলতে পারছি না। ভালোবাসি ফুটবল খেলতে। জাতীয় দলের হয়ে খেলা গর্বের আমার কাছে গর্বের ব্যাপার। আশা করি আরও অনেক ম্যাচ খেলব। তার পর না হয় অবসরের কথা ভাবব।”
আরও পড়ুন:
উত্তম কথাচিত্র, পর্ব-১৬: সংসার সুখের হয় ‘চাঁপাডাঙার বৌ’-র গুণে
নজর কাড়তে চান শীতপোশাকে? পুরুষরা কী পরবেন? রইল হাল ফ্যাশনের হদিশ
অবশেষে ৩৬ বছরের খরা কাটিয়ে দেশকে বিশ্বকাপ দিলেন মেসি। এর আগেই কোপা আমেরিকা এবং ফাইনাসিলিমা ট্রফিও তিনি দেশকে দিয়েছেন।
স্বপ্ন পূরণের পরে ৩৫ বছরের মেসি বিশ্বকাপ জয়ের রাতে বলেছেন, ‘‘আমি যে ভাবে আমার ফুটবল জীবনকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম, সে ভাবেই শেষ করতে পারছি। কেবল বিশ্বকাপই আমার ছিল না। আমার আর কিছু চাই না।’’
উল্লেখ্য, মেসি আর্জেন্টিনার হয়ে ২০০৫ সাল থেকে খেলছেন। এখনও পর্যন্ত ১৭২টি আন্তর্জাতিক ম্যাচ দেশের হয়ে খেলেছেন। ৯৮টি গোল করেছেন। ১০০টি গোল করলেই দেশের হয়ে নজির গড়বেন তিনি।
স্বপ্ন পূরণের পরে ৩৫ বছরের মেসি বিশ্বকাপ জয়ের রাতে বলেছেন, ‘‘আমি যে ভাবে আমার ফুটবল জীবনকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম, সে ভাবেই শেষ করতে পারছি। কেবল বিশ্বকাপই আমার ছিল না। আমার আর কিছু চাই না।’’
উল্লেখ্য, মেসি আর্জেন্টিনার হয়ে ২০০৫ সাল থেকে খেলছেন। এখনও পর্যন্ত ১৭২টি আন্তর্জাতিক ম্যাচ দেশের হয়ে খেলেছেন। ৯৮টি গোল করেছেন। ১০০টি গোল করলেই দেশের হয়ে নজির গড়বেন তিনি।
আরও পড়ুন:
হোয়াটস অ্যাপেও কল রেকর্ডিংয়ের সুবিধা! নতুন বছরে মিলবে একগুচ্ছে আকর্ষণীয় ফিচার, কী কী দেখে নিন একঝলকে
রোমহর্ষক ঘটনার সাক্ষী! জঙ্গল সাফারিতে গিয়ে পর্যটকের গাড়িতে ঢুকল চিতা! দেখুন সেই গায়ে কাঁটা দেওয়া ভিডিয়ো
আর্জেন্টিনার অধিনায়ক এও জানান, ”এক দিন পরের প্রজন্মকে জায়গা ছেড়ে দিতে হবে। এটাই নিয়ম। তবে আমার শেষের সে দিন কবে আসবে জানি না। এ সব নিয়ে ভাবেননি। যে ভাবে আমার লক্ষ্য পুরণ হল, তা অভাবনীয়। অন্তর থেকে বিশ্বকাপ চেয়েছিলাম। আমি বিশ্বাস ছিল, ঈশ্বর এই উপহারটা নিয়ে আসবেন আমার জন্য। অনুভব করছি এটাই বিশ্বকাপ!’’