যুবভারতীতে প্রায় আড়াই বছর পর ডার্বি। কানায় কানায় ভরা স্টেডিয়াম। পুরো ম্যাচ ভালো খেলেও হারতে হল ইমামি ইস্টবেঙ্গলকে। ম্যাচের প্রথমার্ধের শেষের দিকে সুমিত পাসির আত্মঘাতী গোলে তারা হারল। এই নিয়ে টানা ছ’টি ডার্বিতে হারল লাল-হলুদ। ডুরান্ড কাপে প্রথম জয় পেল এটিকে মোহনবাগান। আড়াই বছর আগে যুবভারতীতে সবুজ-মেরুন শেষ ডার্বিতে জিতেছিল। পর পর তিন-তিনটি ম্যাচে মোহনবাগান এখনও পর্যন্ত ফুল ফোটাতে পারেনি। বিরতির ঠিক আগের মুহূর্তে লিস্টন কোলাসোর কর্নার সুমিত পাসির গায়ে লেগে কোনও ভাবে গোল হয়ে যায়। যদিও সেই গোল ইস্টবেঙ্গলের পক্ষে আর শোধ করা সম্ভব হয়নি।
এই ম্যাচে অনেক সুযোগ নষ্ট করেছে সবুজ-মেরুন। ৩ ম্যাচ খেলে ইস্টবেঙ্গলের পয়েন্ট ২। সেখানে রবিবার ডার্বি জিতে এটিকে মোহনবাগানের পয়েন্ট হল ৩ ম্যাচে ৪। মুম্বইয় এবং রাজস্থানের পয়েন্টও ৪ করে। মুম্বইয় এবং রাজস্থান ২টি করে ম্যাচ খেলেছে। রাজস্থান-মুম্বই সোমবার মুখোমুখি হবে। অন্যদিকে দুর্বল নেভির সঙ্গে মোহনবাগানের খেলা রয়েছে। এখনও পর্যন্ত নেভির মোট পয়েন্ট ১। ইস্টবেঙ্গল শেষ ম্যাচে মুম্বইয়ের মুখোমুখি হবে। আবার শেষ ম্যাচ রাজস্থান খেলবে নেভির সঙ্গে।
কনস্ট্যানটাইনের ইস্টবেঙ্গল এখনও ততটা গোছানো মনে হল না। সবুজ-মেরুন আক্রমণের বিরুদ্ধে লাল-হলুদ রক্ষণই ছিল এই ম্যাচে মূল লড়াই। ইমামি ইস্টবেঙ্গল তারকা-সমৃদ্ধ এটিকে মোহনবাগানকে রুখতে পারে কি না, সেটাই দেখার ছিল। ষে দিক থেকে দেখতে গেলে কোচ স্টিভন কনস্ট্যান্টাইন সফল। সবুজ-মেরুনের কাছে হারের পর ডুরান্ড কাপ থেকে বিদায় নিতে হল ইস্টবেঙ্গলকে। যদিও মরসুমের বাকি ম্যাচে তারা ভালো ফল করবে বলে মনে করছেন অনেকে।