বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


কমনওয়েলথ গেমসের শেষ দিনে একের পর এক সোনা জিতল ভারত। প্রথমে মহিলাদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে পিভি সিন্ধু এবং পরে পুরুষদের বিভাগে লক্ষ্য সেন স্বর্ণ পদক জেতেন। এবার পুরুষদের ডাবলসে সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি সোনার পদক জিতলেন। তাঁরা ইংল্যান্ডের লেন বেন ও ভেন্ডি সিনকে হারিয়ে জয় নিশ্চিত করেন। সাত্ত্বিকদের পক্ষে এই খেলার ফল দাঁড়ায় ২১-১৫, ২১-১৩।
টান টান লড়াইয়ে খেলা শুরুতে কেউ কাউকে এক ইঞ্চিও জায়গা ছাড়েননি। একটা সময়ে প্রথম গেম ১০-১০ ফলাফল ছিল। সেই জায়গা থেকে পর পর চার পয়েন্ট জেতেন সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। সাত্ত্বিক ও চিরাগের অপ্রতিরোধ্য আক্রমণের সামনে দাঁড়াতে পারেননি লেন-ভেন্ডি জুটি। সাত্ত্বিকরা প্রথম গেম ২১-১৫ পয়েন্টে জয় পায়।
দ্বিতীয় গেম ভারতীয় জুটি। ৩-১ পয়েন্টে এগিয়ে যান। সাত্ত্বিক ও চিরাগ যখন ৫-৩ পয়েন্টে এগিয়ে ছিলেন তখন ৬১ শটের র্যাুলি হয়। খেলার একটা সময় ১০-৮ পয়েন্টে এগিয়ে যান লেন-ভেন্ডি জুটি। তবে সেখান থেকে পর পর পাঁচটি পয়েন্ট তুলে নেন ভারতীয় জুটি। শেষে দ্বিতীয় গেম ২১-১৩ পয়েন্টে জিতে যান সাত্ত্বিক ও চিরাগ।

Skip to content