রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


অবশেষে কমনওয়েলথ গেমসে মহিলাদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে সোনা জিতলেন ভারতের পিভি সিন্ধু। স্ট্রেট গেমে উড়িয়ে দিলেন কানাডার মিশেল লি-কে। ফাইনালের শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই ছিল দুই প্রতিযোগীর মধ্যে। এক ইঞ্চি জমি ছাড়তে রাজি ছিলেন না কেউই। স্কোরলাইন ছিল ২১-১৫, ২১-১৩। মাত্র ৪৮ মিনিটে নিজের ক্ষমতা দেখিয়ে ভারতকে ১৮তম সোনার পদক এনে দিলেন হায়দরাবাদী শাটলার।
শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন সিন্ধু। পায়ে চোট তাই লম্বা শট খেলার দিকে ঝুঁকতে চাননি তিনি। নেটের সামনে খেলে দ্রুত পয়েন্ট শেষ করাই ছিল সিন্ধুর লক্ষ্য। সেই কাজে সফলও হয়েছেন এই প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন। প্রথম গেমের শুরুতে কিছুটা হাড্ডাহাড্ডি লড়াই হলেও দ্রুত খেলা ধরে নেন তিনি। সিন্ধু ১৮-১৪ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আর স্নায়ুর চাপ ধরে রাখতে পারেননি তাঁর প্রতিপক্ষ। সেই সুযোগ কাজে লাগিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ২১-১৫ ব্যবধানে জয় ছিনিয়ে নেন সিন্ধু।
দ্বিতীয় গেমে দেখা গেল সিন্ধুর আসল দাপট। ধীরে ধীরে শুরুর আগ্রাসী ছন্দ হারাতে শুরু করেন মিশেল। ফলে সর্বদাই পয়েন্টের বিচারে এগিয়ে থাকেন পিভি সিন্ধু। শেষপর্যন্ত ২১-১৩ পয়েন্টে দ্বিতীয় গেম তথা ম্যাচ জিতে কমনওয়েলথ গেমসের সিঙ্গলসে সোনা হাতিয়ে নিলেন ভারতীয় সিন্ধু। উল্লেখ্য, সিন্ধুর ঝুলিতে রয়েছে ২০১৪ সালে কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে ব্রোঞ্জ এবং ২০১৮ সালের গোল্ড কোস্ট গেমসে রুপো। অলিম্পিক্সে দু’টি পদক ছাড়াও বিশ্ব চ্যাম্পিয়নশিপের সিঙ্গলসে সোনা-সহ পাঁচটি পদক রয়েছে তাঁর।

Skip to content