Skip to content
রবিবার ১৩ এপ্রিল, ২০২৫


সোনার হ্যাটট্রিক। বজরং পুনিয়া, সাক্ষী মালিকের পর কুস্তিতে সোনা জিতলেন দীপক পুনিয়াও । দীপক ৮৬ কেজি বিভাগে পাকিস্তানের মহম্মদ ইনামকে হারিয়ে সোনার পদক নিশ্চিত করেন। তিনি মহম্মদ ইনামকে৩-০ পয়েন্টে হারান। এই প্রথম হরিয়ানার কুস্তিগির কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন।
সাক্ষী সোনা জিতেছেন ৬২ কেজি বিভাগে। কানাডার আনা গোদিনেজ গঞ্জালেজের বিরুদ্ধে ফাইনালে ০-৪ পিছিয়ে পড়েছিলেন সাক্ষী। যদিও এর পরই টানা চারটি পয়েন্ট জেতেন সাক্ষী মালিক। দুজনের পয়েন্ট একই থাকলেও ‘ভিকট্রি বাই ফল’-এর বিচারে সাক্ষী স্বর্ণপদক ছিনিয়ে নেন। কমনওয়েলথে পদক সাক্ষীও টানা তিনটি জিতলেন। যদিও এই প্রথম সোনা পেলেন।
বজরং পুনিয়া কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন। ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে। তিনি কানাডার লাচলান ম্যাকনিলকে ৯-২ পয়েন্টে হারান। পুনিয়া গোল্ড কোস্টের পর বার্মিংহাম কমনওয়েলথ গেমসেও সোনা পেলেন । ৬১ কেজি বিভাগে ২০১৪-র গ্লাসগো গেমসে বজরং রুপোর পদক পেয়েছিলেন। এই নিয়ে টানা তৃতীয় বার কমনওয়েলথ গেমস থেকে পদক পেলেন বজরং পুনিয়া। বজরং গত বছর টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। কমনওয়েলথ গেমসে এই নিয়ে ভারতের ন’টি সোনার পদক হয়ে গেল। এর মধ্যে মাত্র দেড় ঘণ্টার মধ্যে কুস্তিতে তিনটি সোনা পেল ভারত।