রবিবার ১০ নভেম্বর, ২০২৪


বিশ্বকাপজয়ী ফুটবলার পেলে।

ফুটবল বিশ্বকাপের মাঝে খারাপ খবর। ফের হাসপাতালে ভর্তি করা হয়েছেন তিন বারের বিশ্বকাপজয়ী ফুটবলার পেলে। তাঁর চিকিৎসকেরা জানিয়েছেন, অসুস্থতার জন্য তাঁর শরীর ফুলে গিয়েছে। পাশাপাশি হৃদ্‌যন্ত্রের সমস্যাও রয়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবার পেলেকে ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর স্ত্রী মার্সিয়া আওকি এবং এক জন আয়া রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অসুস্থতার জন্য পেলে এর আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু কোনও বারই তাঁর শরীর ফুলে যায়নি। এই প্রথম বার এমনটা হয়েছে।
আরও পড়ুন:

বন্ধ হতে চলেছে ‘মাধবীলতা’? তার বদলে কোন ধারাবাহিক আসছে?

হেলদি ডায়েট: পিরিয়ডের সময় দুর্বলতা প্রতিরোধে অবশ্যই ডায়েটে রাখুন এই সব খাবার

কয়কদিন ধরেই পেলের শরীরে অস্বস্তি হচ্ছিল। তিনি নিজে খেতেও পারছিলেন না। সোমবার রাতে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হলে মঙ্গলবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদযন্ত্রের সমস্যার জন্যই তাঁর শরীর ফুলে গিয়েছে। তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আরও পড়ুন:

আমাজন আর অনলাইন খাবার ডেলিভারি করবে না, ভারতে বন্ধ হচ্ছে সংস্থার এই পরিষেবা

নাট্যকার গিরিশচন্দ্রের সন্ধানে, পর্ব -২৪: ন্যাশনাল থিয়েটারে মধুকবির ‘মেঘনাদবধ কাব্যে’র গিরিশচন্দ্রের নাট্যরূপ মুগ্ধ করেছিল দর্শকদের

উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে পেলের কোলন থেকে টিউমার অস্ত্রোপচার বাদ দেওয়া হয়েছিল। সেখান থেকে কোনও সমস্যা হচ্ছে কিনা সে বিষয়েও চিকিৎসকেরা খতিয়ে দেখছেন। তাঁর কিছু পরীক্ষাও করা হবে। সেই সব রিপোর্ট হাতে এলে চিকিৎসকেরা পরবর্তী পদক্ষেপ করবেন।
২০১০ সালে কাতারে বিশ্বকাপ হবে শুনে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন পেলে। আগামী ১৮ ডিসেম্বর দোহার লুসাইল স্টেডিয়ামে উপস্থিত থেকে তিনি ব্রাজিলের ষষ্ঠবার বিশ্বকাপ জয় দেখবেন বলে আশা করেছিলেন। যদিও চিকিৎসকেরা তাঁকে কাতার যাওয়ার অনুমতি দেননি।

Skip to content