অ্যান্ড্রু সাইমন্ডস
মাত্র ৪৬ বছর বয়সেই প্রাণ হারিয়েছেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা অলরাউন্ডার প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস। শনিবার রাতে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তিনি মারা যান। সাইমন্ডস রেখে গেলেন তাঁর স্ত্রী ও দুই সন্তানকে। অ্যান্ড্রু সাইমন্ডসের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রীড়াজগতে। সোশ্যাল মাধ্যমে একে একে প্রতিক্রিয়া জানিয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট, মাইকেল বেভান, জেসন গিলেসপি, ড্যামিয়েল ফ্লেমিং, শোয়েব আখতার, ভিভিএস লক্ষ্মণ, হরভজন সিং, মাইকেল ভন প্রমুখ। পুলিশ জানিয়েছে, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশের টাউনসভিল থেকে ৫০ কিলোমিটার দূরে হার্ভি রেঞ্জের কাছাকাছি একটি জায়গায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সময় রাত ১১টা নাগাদ ক্রিকেটার সাইমন্ডসের গাড়ি অ্যালিস রিভার ব্রিজের কাছে বাঁদিকে ঘোরার সময় কোনওভাবে উল্টে যায়। গাড়িটি চালাচ্ছিলেন সাইমন্ডস নিজেই। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ক্রিকেটার।
ক্রিকেট কেরিয়ারে বিতর্ক কখনও সাইমন্ডসের পিছু ছাড়েনি। একদিকে যেমন অ্যান্ড্রু সাইমন্ডস যেমন অস্ট্রেলিয়ার দু’বার বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সেরা সদস্য ছিলেন, তেমনি বিতর্কেও বার বার তাঁর নাম জড়িয়েছে। কখনও মাঠে নেমেছেন মত্ত অবস্থায়, কখনও বা দলীয় বৈঠকের সময় চলে গিয়েছেন মাছ ধরতে। তাঁর এই উশৃঙ্খল জীবনযাপনের জন্য বারে বারে নির্বাচকদের কোপেও পড়ে হয়েছে সাইমন্ডসকে। দীর্ঘদিন ধরে জাতীয় দলে আর সুযোগ না পেয়ে শেষে পর্যন্ত ক্রিকেটকে বিদায় জানান সাইমন্ডস।
ক্রিকেট কেরিয়ারে বিতর্ক কখনও সাইমন্ডসের পিছু ছাড়েনি। একদিকে যেমন অ্যান্ড্রু সাইমন্ডস যেমন অস্ট্রেলিয়ার দু’বার বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সেরা সদস্য ছিলেন, তেমনি বিতর্কেও বার বার তাঁর নাম জড়িয়েছে। কখনও মাঠে নেমেছেন মত্ত অবস্থায়, কখনও বা দলীয় বৈঠকের সময় চলে গিয়েছেন মাছ ধরতে। তাঁর এই উশৃঙ্খল জীবনযাপনের জন্য বারে বারে নির্বাচকদের কোপেও পড়ে হয়েছে সাইমন্ডসকে। দীর্ঘদিন ধরে জাতীয় দলে আর সুযোগ না পেয়ে শেষে পর্যন্ত ক্রিকেটকে বিদায় জানান সাইমন্ডস।