শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সমস্ত জল্পনার অবসান ঘটালেন। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, অরুণ লালই বাংলার কোচ থাকছেন আগামী মরসুমের জন্য। বাংলার ক্রিকেট সংস্থার সচিবের বক্তব্য, অরুণের কোচিংয়ে বাংলা যখন ভালো খেলছে, তখন এই ধরনের জল্পনা-কল্পনা বেশ ক্ষতিকারক। অরুণ লালের কোচিংয়েই ২০২০-তে রঞ্জি ট্রফির ফাইনালে ওঠে বাংলার দল। চলতি মরসুমে দল কোয়ার্টার ফাইনালে উঠেছে। তাই কোচ বদল হচ্ছে না।
উল্লেখ্য ,বাংলার কোচ অরুণ লাল আগামী ২ মে আবার কলকাতাতেই তার দ্বিতীয় বিবাহ সম্পন্ন করতে চলেছেন। অরুণ লাল-এর প্রথমা স্ত্রী রিনা অসুস্থ। তাঁর অনুমতি নিয়েই ৬৬ বছর বয়সী এই ক্রিকেট ময়দানের লালজি বিয়ে করতে চলেছেন। পাত্রী তাঁর দীর্ঘদিনের বান্ধবী বুলবুল সাহা। তাঁদের মধ্যে এনগেজমেন্ট হয়ে গিয়েছে মাসখানেক আগে। এবার সামাজিকভাবে বিয়ে সম্পন্ন করার প্রস্তুতি। লালের প্রথমা স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পরেও তাঁরা একসঙ্গে থাকছেন। ডিভোর্স হয়ে গেলেও তাঁদের মধ্যে সুসম্পর্ক বর্তমান। বুলবুল প্রথম স্ত্রী রিনার অসুস্থতার কথা জানেন এবং কয়েকবার দেখেও এসেছেন। শোনা যাচ্ছে রিনা দেবীর সেবা-শুশ্রূষার দায়িত্ব নিচ্ছেন বুলবুল। যেহেতু দ্বিতীয়বার বিয়ে করছেন তাই খেলার মাঠে জল্পনা ছড়িয়েছিল তিনি আর বাংলার দলের কোচিং দায়িত্বে থাকতে চান না। বেশি সময় দিতে চান পরিবারকে। পাশাপাশি শারীরিক অসুস্থতাও জন্যও কোচিংয়ের দ্বায়িত্ব ছাড়তে চান। যদিও সেই জল্পনা জল ঢাললেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

Skip to content