ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে
গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় প্রয়াত হলেন ৯০ বছর বয়সে। বাংলা তথা ভারতের মানুষ এখনও সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শোক কাটিয়ে উঠতে পারেনি৷ বাংলার মানুষকে শোকসাগরে ভাসিয়ে চলে গেলেন ‘গানে মোর কোন ইন্দ্রধনু’র স্রষ্টা৷
আধুনিক বাংলা গানের জগৎ থেকে ইতিমধ্যেই চলে গেছেন হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এবার নিভল সন্ধ্যা-প্রদীপও।
গত ২৬ জানুয়ারি বুধবার অসুস্থ হয়ে পড়েন এই প্রবাদপ্রতিম সংগীতশিল্পী। পর দিন তাঁকে গ্রিন করিডোর করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, ফুসফুসে সংক্রমণ হয়েছিল তাঁর। কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারের দেওয়া পদ্ম সম্মান প্রত্যাখ্যান করেছিলেন এই কণ্ঠশিল্পী৷
এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
আধুনিক বাংলা গানের জগৎ থেকে ইতিমধ্যেই চলে গেছেন হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এবার নিভল সন্ধ্যা-প্রদীপও।
গত ২৬ জানুয়ারি বুধবার অসুস্থ হয়ে পড়েন এই প্রবাদপ্রতিম সংগীতশিল্পী। পর দিন তাঁকে গ্রিন করিডোর করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, ফুসফুসে সংক্রমণ হয়েছিল তাঁর। কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারের দেওয়া পদ্ম সম্মান প্রত্যাখ্যান করেছিলেন এই কণ্ঠশিল্পী৷
এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।