ছবি প্রতীকী। সংগৃহীত।
সকালে উঠে দাঁত না মেজে দিন শুরু করার কথা আমরা ভাবতেও পারি না। আধুনিক যুগে লাল, নীল, সবুজ, হলুদ বিভিন্ন ধরনের টুথপেস্ট আমাদের আকৃষ্ট করে। এগুলি আমাদের দাঁতের শুভ্রতা এনে দেয়, মুখে বিরক্তিকর গন্ধ দূর করে এবং মনকে সতেজ করে।
কী আছে এই টুথপেস্টগুলিতে? আমরা কি কোনওদিনও তার রাসায়নিক দ্রব্য উপাদানগুলি দেখেছি? তাদের সম্বন্ধে খোঁজখবর নিয়েছি? যদি টুথপেস্টের রাসায়নিক পদার্থগুলিকে নিয়ে আমরা গভীরভাবে পড়াশোনা এবং গবেষণা করে থাকি, তাহলে দেখব টুথপেস্টে অবস্থিত এই পদার্থগুলির কিছু কিছু আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। এমনকি যে পদার্থগুলি দাঁতের শুভ্রতা এনে দেয়, সেইগুলির কিছু কিছু পদার্থ কাপড় কাচার ডিটারজেন্টের মধ্যেও থাকে। কোনও কোনও পদার্থ আমাদের শরীরে স্থায়ী ক্ষতিসাধন করে, যেমন দাঁতের ক্ষয়সাধন করে, এমনকি স্নায়ুর ক্ষতিও করে থাকে।
আরও পড়ুন:
রোগ সারাতে গান থেরাপি, কোন রোগে উপকারী কোন রাগ?
উত্তম কথাচিত্র, পর্ব-৫৫: সুর হারানো হারানো সুর
বেশ কিছুদিন আগে কোনও এক দাঁতের মাজনের বিরুদ্ধে শরীরের পক্ষে ক্ষতিকারক পদার্থ যেমন, ডাই ইথিলিন গ্লাইসল অতিরিক্ত মাত্রায় ব্যবহারের অভিযোগ উঠেছিল। এই পদার্থটি আমাদের শ্বাসকষ্ট, নিদ্রাচ্ছন্নতা, মূত্র রোগ, কিডনির সমস্যা, খিচুনি এমনকি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। টুথপেস্টে ব্যবহারযোগ্য ১০০টি রাসায়নিক পদার্থের একটি তালিকা প্রকাশ করে ব্যু রো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস। তাতে ডাইথিলিন গ্লাইসল পড়ে না। অথচ সম্পূর্ণ বেআইনিভাবে এই পদার্থকে ব্যবহার করা হয়েছিল।
আরও পড়ুন:
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-২৬: সুন্দরবনের গবাদি-পশুরক্ষক মানিক পীর
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৫০: কুষ্টি বিচার, না কি রক্ত বিচার! জরুরি কোনটা?
টুথপেস্টে অবস্থিত সোডিয়াম ল্যারিল সালফেট মুখের ভিতরে নরম ত্বকে রুক্ষতা প্রদান করে, দাঁতের এনামেল নষ্ট করে মুখে ক্ষত সৃষ্টি করতে পারে। ব্যাকটেরিয়া প্রতিরোধী রাসায়নিক পদার্থ ট্রাইক্লোসান দাঁত শক্ত করার পরিবর্তে তাকে ক্ষয়ের দিকে এগিয়ে দেয় বলে বিভিন্ন দন্ত বিশেষজ্ঞরা মনে করছেন। টুথপেস্টে ফ্লুরাইড ব্যবহার করা উচিত কি উচিত নয়, সেই নিয়ে বিতর্ক এখনো চলছে। এটি একাধারে দাঁতের ক্ষয় প্রতিরোধ করে, আবার অন্যদিকে দাঁতে চিরস্থায়ী বিবর্ণতা প্রদান করে। সুতরাং মাজনে ফ্লুরাইডের ব্যবহারের মাত্রা ১০০০ পার্টস পার মিলিয়ন নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন:
ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-২৬: স্বপ্নে আমার মনে হল
আলোকের ঝর্ণাধারায়, পর্ব-২৪: শ্যামপুকুরে ঠাকুর
শুষ্ক বাণিজ্য করা নয়, মানুষের স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে এই টুথপেস্ট কোম্পানিগুলিকে। সতর্কতার সাহায্যে, নিয়ম মেনে, আইনগতভাবে এই পেস্ট তৈরি করা উচিত। জনসাধারণও প্রচুর পরিমাণে পেস্ট ব্যবহার না করে, সামান্য পরিমাণে পেস্ট ব্যবহার করার অভ্যাস তৈরি করবেন।
* ড. উৎপল অধিকারী, সহ-শিক্ষক, আঝাপুর হাই স্কুল, আঝাপুর, জামালপুর, পূর্ব বর্ধমান।