শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


সদ্য মালিক হয়েই রাতারাতি তিন হাজার কর্মীকে ছাঁটাই করে ফেললেন ইলন মাস্ক। টুইটার সূত্রে জানা গিয়েছে, ভারতে সংস্থার মার্কেটিং এবং কমিউনিকেশনস বিভাগের সব কর্মীকেই ছাঁটাই করা হয়েছে।
ভারতে টুইটারের কর্মীদের শুক্রবার সকালেই কর্মচারীকেই মেল পাঠিয়ে দেওয়া হয়। মেলে সংস্থার পক্ষ থেকে বলা হয়, কর্মরা কাজ বন্ধ রেখে আপাতত বাড়ি ফিরে যান। কিছু কর্মীকে ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার রাত সাড়ে ৯টা পর্যন্ত কর্মীদের অপেক্ষা করতে বলা হয়। তবে সাড়ে ৯টা পর্যন্ত আর অপেক্ষা করতে হল না, তার আগেই অনেকে মেল পেয়ে গিয়েছেন। যাঁরা মেল পেয়েছেন তাঁদের চাকরি থাকছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
দ্বিতীয় মেলে কর্মীদের বলা হয়েছে, “সংস্থায় আপনার অবদানের কথা মাথায় রেখে কর্মী সঙ্কোচনে আপনার চাকরিতে কোনও ভাবে প্রভাব পড়বে না।” টুইটারের মেলে এও বলা হয়েছে, “আমরা জানি আপনাদের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে।” তবে সব কর্মীকে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:

ধর্না দিয়েই ৮৫০ জনের চাকরি! বিচারপতির প্রশ্ন, বাকি ‘যোগ্য’রা তাহলে যাবেন কোথায়?

৫ টোটকায় রান্নাঘর হবে জীবাণুমুক্ত ও ঝকঝকে

এখনও যাঁরা মেল পাননি তাঁদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তাঁদের আশঙ্কা, টুইটার ভারতে অনেক কর্মীকে ছাঁটাই করতে চলেছে। সকালে মেল পেয়ে কাজ বন্ধ করে দেন অধিকাংশ কর্মই। আর যাঁরা বাড়ি থেকে অফিসের কাজকর্ম করছিলেন, তাঁরা ‘লগ আউট’ করেন।

Skip to content