মহাকাশ রহস্যময়। সারা ক্ষণ সেখানে কত না ঘটনা ঘটে যায়। আমরা পৃথিবীর মানুষ সে সবের টেরিই পাই না। যদিও মহাকাশ বিজ্ঞানীরা ব্রহ্মাণ্ডের কোনও না কোনও প্রান্তে পৃথিবীর মতোই অন্য গ্রহের খোঁজ করেই চলেছেন। সম্প্রতি সে রকমই এক গবেষণায় নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ভিনগ্রহ থেকে বিভিন্ন রকমের সঙ্কেত পাওয়া গিয়েছে। এক আধ বার নয়, বার বার সেই সঙ্কেত মিলেছে। এহেন ওয়াইজেড সেটি বি-কে নিয়ে বিজ্ঞানীদের মধ্যে কৌতূহলের কোনও শেষ নেই।
সম্প্রতি ভিনগ্রহের চাঞ্চল্যকর সঙ্কেত ধরা পড়েছে আমেরিকার ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের রেডিয়ো টেলিস্কোপে। বিজ্ঞানীরা দাবি করেছেন, বেশ ঘন ঘন সঙ্কেত আসছে। বহু দূর থেকে নয়, পৃথিবী থেকে মাত্র ১২ আলোকবর্ষ দূরের এক পাথুরে গ্রহ থেকেই সেই সব সঙ্কেত আসছে। সেই রহস্যময় গ্রহটির নাম দেওয়া হয়েছে ‘ওয়াইজেড সেটি বি’। বিজ্ঞানীরা মনে করছেন, অই গ্রহে পৃথিবীর মতো আবহাওয়া থাকতে পারে। যদিও এ বিষয়ে নিশ্চিত হতে আরও অনেক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।
আরও পড়ুন:
রোজ প্রাতরাশে ডিমের সঙ্গে কলা খাচ্ছেন? এর ফলে কী হচ্ছে জানেন
ছোটদের যত্নে: নবজাতকের ত্বক নিয়ে চিন্তায়? এখন থেকেই যত্ন নিন এ ভাবে
‘ওয়াইজেড সেটি বি’ গ্রহটি থেকে ভেসে আসা চৌম্বকীয় তরঙ্গ নিয়ে বিজ্ঞানীদের বেশ ভাবিয়ে তুলেছে। বিজ্ঞানীদের ধারণা, ওই গ্রহে মানুষের বাসযোগ্য আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানীদের অনুমান, গ্রহটির চৌম্বকীয় ক্ষেত্রের সঙ্গে তার নক্ষত্রের সংযোগের ফলেই আমরা এই সঙ্কেত তৈরি হয়ে পৃথিবীতে ভেসে আসছে। আশ্চর্যের বিষয় হল, ওই গ্রহ থেকে ভেসে আসা সঙ্কেত এতটাই শক্তিশালী যে, তা ১২ আলোকবর্ষের দূরত্ব ছাড়িয়ে পৃথিবীতে পৌঁছচ্ছে।
আরও পড়ুন:
নাট্যকার গিরিশচন্দ্রের সন্ধানে, পর্ব-৩৩: ভক্তের বাড়িতে ভগবত প্রসঙ্গ সংকীর্তনের পর সেই স্থানের ধুলো গায়ে মাখতে শুরু করলেন রামকৃষ্ণদেব
অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-১৪: প্রকৃত ভক্ত শত বিপদেও নামের সাধন করতে ছাড়েন না
মহাকাশ বিজ্ঞানীরা ‘ওয়াইজেড সেটি বি’ গ্রহ সম্পর্কে কিছু তথ্যও পেয়েছেন। দেখা গিয়েছে, ওই গ্রহটি তার নক্ষত্রের খুবই কাছাকাছি অবস্থিত। গ্রহটি ওই নক্ষত্রকে প্রদক্ষিণ করতে মাত্র দু’দিন সময় নিচ্ছে। গ্রহটিতে চৌম্বকীয় ক্ষেত্রের অস্তিত্ব থাকায় সেখানে বাসযোগ্য পরিবেশ থাকলেও থাকতে পারে বলে বিজ্ঞানীরা মনে করছেন।