বুধবার ২৬ মার্চ, ২০২৫


ছবি প্রতীকী।

আরও এক আশ্চর্যজনক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে দুনিয়া। চাঁদ-শুক্রের সহাবস্থানের পর মঙ্গলের আকাশে ঘটবে পাঁচ গ্রহের সহাবস্থান। কোন কোন গ্রহ? মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং ইউরেনাস। এই ৫ গ্রহকে প্রায় এক সরলরেখায় দেখা যাবে বলে মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন। মহাকাশবিদ এবং কৌতূহলীরা, এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে অধীর আগ্রহে রয়েছেন।
পৃথিবীর ৩ নিকটবর্তী গ্রহ মঙ্গল, বুধ এবং শুক্রকে আগামীকাল মঙ্গলবারের প্রায় এক সারিতে চাক্ষুস করা যাবে। এই তিনটি গ্রহ ছাড়াও ওই সারিতে থাকবে দূরবর্তী বৃহদাকার গ্রহ বৃহস্পতি এবং ইউরেনাস।
আরও পড়ুন:

নারীর কোন অঙ্গে তিল থাকলে শুভ? তিল নাভির নীচে থাকলে কী হয়? জ্যোতিষশাস্ত্র কী বলছে?

যা-ই খাচ্ছেন, তাতেই পেট জ্বালা করছে? রোজ কোন কোন খাবার পাতে রাখলে সমস্যা কমবে

বিশেষজ্ঞদের কথায়, চাঁদ এবং এম৩৫ অর্থাৎ মেসিয়ার ৩৫-এর মতো নক্ষত্রমণ্ডলীকেও প্রায় একই সারিতে দেখা যাবে। অর্থাৎ মঙ্গলবারের রাতের আকাশ হয়ে উঠবে জ্যোতিষ্ক খচিত।
আরও পড়ুন:

হেলদি ডায়েট: দাঁতকে অবহেলা নয়, শিশুর দাঁতের যত্ন নিন গোড়া থেকেই, সতর্ক হন এই সব খাবারে

নারীর যৌনাকাঙ্ক্ষা সপ্তাহের ঠিক কোন দিনে তীব্র হয়, জানাল সমীক্ষা

একসঙ্গে ৫ গ্রহের এই সহাবস্থান কেন? জ্যোতির্বিজ্ঞানীদের কথায়, সাড়ে চারশো কোটি বছর আগে সৌরমণ্ডল তৈরির সময় এর রহস্য লুকিয়ে আছে। সৌরমণ্ডল তৈরির সময়ের মোট কৌণিক ভরবেগ এর জন্য দায়ী। একটি কাল্পনিক তলে পৃথিবী-সহ এই সৌরমণ্ডল অবস্থান করছে। সেই উপর আমরা রয়েছি। এটি পরিবর্তনহীন। এবার গতিবেগ আলাদা হলেও কোনও একটি স্থানে গ্রহগুলি প্রায় একই সরলরেখায় চলে আসে।

Skip to content