সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


দেখতে দেখতে চাঁদের মাটিতে এক সপ্তাহ কাটিয়ে ফেলল রোভার প্রজ্ঞান। আর বাকি এক সপ্তাহ। এর মাঝে প্রজ্ঞানের ক্যামেরায় ‘অভিযানের সেরা ছবি’ ফ্রেমবন্দি হয়েছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো বুধবার টুইটে সেই ছবি প্রকাশ করেছে। আসলে ওই ছবিতে প্রজ্ঞানের ক্যামেরায় ধরা দিয়েছে ইসরোর ল্যান্ডার বিক্রম!

ইসরো টুইটে জানিয়েছে, চন্দ্রযান-৩-এর রোভার প্রজ্ঞান বুধবার সকালেই বিক্রমের ওই ছবিটি তুলেছে। ছবিটি দেখে উত্তেজিত বিজ্ঞানীরা রোভারের নেভিগেশন ক্যামেরাতে তোলা ওই ছবিকে ‘অভিযানের সেরা ছবি’র (ইমেজ অফ দ্য মিশন) তকমা দিয়েছেন। ছবিটি তোলা হয়েছে পৃথিবীর সময় অনুযায়ী, বুধবার সকাল ৭টা ৩৫ মিনিটে।
আরও পড়ুন:

চাঁদের দক্ষিণ মেরুতে পাওয়া গেল সালফার, প্রজ্ঞান আর কী কী খনিজের সন্ধান পেয়েছে? জানাল ইসরো

পাখি সব করে রব, পর্ব-২: দুর্লভ পরিযায়ী পাখি ল্যাপউইং

এ প্রসঙ্গে ইসরো এও জানিয়েছে, চন্দ্রযান-৩-এর জন্যই নেভিগেশন ক্যামেরাকে বিশেষ ভাবে তৈরি হয়। ইলেকট্রো-অপটিক্স সিস্টেমের গবেষণাগারে এই নেভিগেশন ক্যামেরাকে তৈরি করা হয়েছে। প্রজ্ঞানের তোলা ছবিটিতে দেখা যাচ্ছে, চাঁদের অমসৃণ মাটিতে কিছুটা দূরে ল্যান্ডার বিক্রম দাঁড়িয়ে রয়েছে। বোঝার সুবিধার জন্য ইসরো ছবিটি বেশ বড় আকারে প্রকাশ করেছে। ছবিতে ল্যান্ডারের নীচে চ্যাস্টে এবং ইলসা পেলোড দু’টিকেই দেখা যাচ্ছে।

Skip to content