শনিবার ২১ সেপ্টেম্বর, ২০২৪


ইসরোর রোভার প্রজ্ঞান চাঁদের মাটিতে নতুন ‘মাইলফলক’ ছুঁলো। সে ধীরে ধীরে তার লক্ষ্যে এগিয়ে চলেছে। প্রজ্ঞান ১০০ মিটার দূরত্ব পার করে ফেলেছে। ইসরো টুইট করে রোভারের এই কীর্তির কথা প্রকাশ্যে এনেছে।

শনিবার দুপুর নাগাদ ইসরো একটি টুইট করে। সেই টুইটে তারা জানিয়েছে, ছ’চাকার রোভার প্রজ্ঞান চাঁদের মাটিতে ১০০ মিটারের বেশি দূরত্ব অতিক্রম করে ফেলেছে। সে আরও এগিয়ে চলেছে। ইসরোর বিজ্ঞানীরা রোভার প্রজ্ঞানের এই মুহূর্তের অবস্থাও দেখিয়েছেন। ছবিতে তাঁরা বুঝিয়েছেন, শিবশক্তি পয়েন্ট থেকে রোভার প্রজ্ঞান কিছুটা সোজা এগিয়ে সে ডান দিকে বেঁকেছে। এ ভাবে কিছুটা যাওয়ার পরে রোভারটিকে আবার ডান দিকে ঘোরানো হয়েছে। তার পরে প্রজ্ঞান কিছুটা এঁকেবেঁকে সোজা এগিয়েছে সামনের দিকে। ইসরোর বিজ্ঞানীরা তিরচিহ্নের সাহায্যে প্রজ্ঞানের কর্মকাণ্ড বুঝিয়েছেন।
আরও পড়ুন:

আয়ুষ্মানই ‘মহারাজ’, ডিসেম্বর থেকেই শুরু হবে সৌরভের বায়োপিকের শুটিং

চাঁদের পর সৌর অভিযানে ইসরো! সফল ভাবে রবির উদ্দেশে পাড়ি দিল আদিত্য-এল১

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, প্রজ্ঞানের চাকায় ইসরোর লোগো এবং অশোকস্তম্ভের ছবি খোদাই করা রয়েছে। চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে প্রজ্ঞানের চাকা গড়ালেই মাটিতে সেই সব চিহ্নের ছাপ পড়বে। অর্থাৎ, ওই ১০০ মিটার পথে এই চিহ্ন খোদাই করা হয়ে গিয়েছে।

Skip to content