শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ইসরোর চন্দ্রযান-৩। ছবি: ইসরো।

আরও এক কদম এগিয়ে গেল বহু প্রতীক্ষিত চন্দ্রযান-৩। অবশেষে পৃথিবীর মাধ্যাকর্ষণের বাধা কাটিয়ে ফেলল মহাকাশযানটি। এ বার ধীরে ধীরে চাঁদের দেশে ঢুকে পড়বে চন্দ্রযান-৩। এত দিন পৃথিবীর কক্ষপথে থাকার পর এ বার সে চাঁদের কক্ষপথের দিকে এগিয়ে যাচ্ছে তীব্র গতিতে। কয়েক দিনের পরেই চাঁদের মাটিতে নামবে চন্দ্রযান ৩। এ বার শুধু চাঁদের মাটি ছোঁয়ার পালা। আর সেটাই এখন সবচেয়ে বড় কাজ। তবে ইসরোর বিজ্ঞানীদের আশা, এ বার প্রজ্ঞান ঠিক ভাবে নামবে চাঁদের মাটিতে।
চন্দ্রযান-৩ সোমবার গভীর রাতে পৃথিবীর মায়া কাটিয়ে চাঁদের দিকে এগিয়ে যায়। প্রজ্ঞানকে নিরাপদে নামানোর জন্য চাঁদের কক্ষপথে ঢুকে পড়ার পর তার গতি ধীরে ধীরে কমিয়ে আনা হবে। এই প্রক্রিয়াকে এলবিএন (লুনার বাউন্ড ম্যানুভার নাম্বার) বলা হয়। প্রোপালশন মডিউলের কাজ শেষ হবে চন্দ্রযান-৩ যখন চাঁদ থেকে ১০০ কিলোমিটার দূরে থাকবে।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৪: শুভ পরিণয়বেলা

ইতিহাস কথা কও, কোচবিহারের রাজকাহিনি, পর্ব-৪: রাজ পরিবারের সঙ্গে বিবাহ সম্পর্ক ও ব্রাহ্মবাদ

এর পরের ধাপে ল্যান্ডার মডিউলের কাজ শুরু হয়। চাঁদে বিক্রমের মাধ্যমে প্রজ্ঞান কী ভাবে নামবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে এই ল্যান্ডার মডিউলই। চাঁদের মাটি থেকে চন্দ্রযান-৩ এর দূরত্ব যখন ৩০ কিমি হবে, তখন অনেকটা পালকের মতো বিক্রম নামতে থাকবে। এই প্রক্রিয়া চলবে ২০ মিনিট ধরে। বিক্রম চাঁদের মাটি ছোঁয়ার পর তার দরজা খুলে যাবে। আর তার পেট থেকে বেরিয়ে আসবে প্রজ্ঞান। গতবার চন্দ্রযান অভিযানে এই ধাপেই সমস্যা দেখা দিয়েছিল।

Skip to content