অ্যালেন অ্যাসপেক্ট, জন এফ ক্লজার এবং অ্যান্টন জিলিঙ্গার। ছবি সৌজন্যে: রয়্য়াল সুইডিশ অ্যাকাডেমি।
পদার্থবিদ্যায় নোবেল পেলেন তিনটি দেশের তিনজন বিশিষ্ট বিজ্ঞনী। ফ্রান্স থেকে অ্যালেন অ্যাসপেক্ট, আমেরিকার জন এফ ক্লজার এবং অস্ট্রিয়া থেকে অ্যান্টন জিলিঙ্গার এই পুরস্কার পাচ্ছেন। ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিলিঙ্গার। অ্যালেন অ্যাসপেক্ট ইউনিভার্সিটি প্যারিস-স্যাকলে এবং প্যালেইসুর ইকোলে পলিটেকনিকের একজন অধ্যাপক। অন্যদিকে ক্লাজার তার নিজের প্রতিষ্ঠান জে এফ ক্লাজার অ্যান্ড অ্যাসোসিয়েটসের একজন গবেষক। টেলিযোগাযোগ ব্যবস্থাকে হ্যাকারদের থেকে মুক্ত করার পুরস্কার হিসেবে এই ত্রয়ি নোবেল সম্মানে ভূষিত হচ্ছেন। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি মঙ্গলবার পদার্থবিদ্যায় এই তিন জনের নাম ঘোষণা করেছ। সুইডিশ অ্যাকাডেমি এও জানিয়েছে, কোয়ান্টামের অর্থাৎ এনট্যাঙ্গেলড ফোটন নিয়ে উল্লেখযোগ্য গবেষণার জন্য এই তিন জনকে বেছে নেওয়া হয়েছে। পুরস্কারের অর্থ এক কোটি সুইডিশ ক্রোনর তিন বিজ্ঞানীর মধ্যে ভাগ করে দেওয়া হবে।
আরও পড়ুন:
মানুষের বিবর্তন নিয়ে উল্লেখযোগ্য আবিষ্কারের জন্য মেডিসিনে নোবেল পেলেন সুইডিশ বিজ্ঞানী এসভান্তে পাবো
কলকাতায় ১৬টি ঘাটে হবে বিসর্জন, দশমীতে হাজার-বারশো প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি পুরসভার
এই মুহূর্তে একটি বড় সমস্যা হল হ্যাকার সমস্যা। মোবাইলে ওটিপির ব্যবহার করে ব্যাঙ্ক-তথ্য অন্যের হাতে চলে যাওয়া, ফোনে আড়িপাতা-সহ হাজারো সমস্যা এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিটা মুহূর্তে ঝুঙ্কি থাকে গুরুত্বপূর্ণ তথ্য পাচার হয়ে যাওয়ার। অ্যালেন অ্যাসপেক্ট, আমেরিকার জন এফ ক্লজার এবং অস্ট্রিয়া থেকে অ্যান্টন জিলিঙ্গারের গবেষণা টেলিযোগাযোগ ব্যবস্থাকে হ্যাকার মুক্ত রাখার পথ দেখাবে বলে বিশেষজ্ঞদের ধারণা। যদিও এক্ষেত্রে উপগ্রহ মারফৎ বিশেষ প্রযুক্তির কোয়ান্টাম ফোনের সাহায্যে যোগাযোগ করতে হবে।