![](https://samayupdates.in/wp-content/uploads/2022/02/boho.jpg)
ভালোবাসার দিনে ‘বহো ট্রাঙ্ক ক্যাফে অ্যান্ড স্টোর-এ রয়েছে ভালোবাসার মেনু। এখানে ভ্যালেন্টাইনস ডে-র স্পেশাল মেনুতে পাবেন ক্যারোল ক্যারামেল পপকর্ণ, কোলা জিরা রফিকিউই, হ্যাপিয়েস্ট সিজন, প্রিটি ওম্যান, বহো চকো ডিলাইট, কোল্ড ওয়ার ব্রাউনি, নোটবুক স্যান্ডউইচ, লা লা ল্যান্ড চিকেন স্টিক, পাটায়া প্রিন্সেস ব্রাইডের মতো নানা ধরণের সুস্বাদু ডিশ। এদের ভ্যালেন্টাইনস ডে স্পেশাল ডিশের দাম ৫০০ টাকা, কর অতিরিক্ত। এই মূল্যে দুটি স্বাদ নিতে পারবেন খাদ্যরসিকরা। খোলা থাকবে দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা। ঠিকানা : ৩৮, ইন্দ্রাণী পার্ক, প্রিন্স আনোয়ার শাহ রোড, কলকাতা-৭০০০৩৩