![](https://samayupdates.in/wp-content/uploads/2022/02/tAJ-bENGAL_2.jpg)
প্রেমদিবস উদযাপন করবেন আর খাওয়াদাওয়ায় বিশেষত্ব থাকবে না তাও কি হয়? জেনে নিন এই ভ্যালেন্টাইনস ডে-তে আপনার দিনটিকে আরও বিশেষ করে তোলার জন্য কোন কোন রেস্তরাঁ দিচ্ছে কী কী বিশেষ অফার?
তাজ বেঙ্গল আপনার জন্য ১৪ ফেব্রুয়ারি নিয়ে এসেছে গ্রিল বাই দ্য পুল অফার। পুলের ধারে আপনার সঙ্গীর সঙ্গে কাটান বিশেষ প্রেমময় এক সন্ধ্যা। প্রতি দুজনের জন্য লাগবে ১৫,০০০ টাকা (কর সহ)। পুলের ধারে কেবিনে সময় কাটাতে চাইলে লাগবে ২২,৫০০ টাকা (কর সহ)। এছাড়াও থাকছে বিশেষ মেনু। থাকছে ভ্যালেন্টাইনস ডে স্পেশাল ডিনার বুফেতে হার্ট আকৃতির কেক-সহ বাছাই করা দুর্দান্ত সব পানীয়। সময় সন্ধে ৭.৩০টা।
প্রেমের দিনে, প্রেমের শহরে প্রেমিক যুগলদের ভিড় তো থাকবেই, তার মাঝে খুঁজছেন একটু নিভৃত পরিসর? প্রেমিক-প্রেমিকাদের নির্বিঘ্নে সময় কাটানোর বন্দোবস্ত করেছে ভিভান্তা কলকাতা ইএম বাইপাস।
মিন্ট আপনাদের জন্য নিয়ে এসেছে বিশেষ ভ্যালেন্টাইনস ডে প্যাকেজ। আজ সন্ধে ৭.৩০টা থেকে আপনাদের জন্য বিশেষ আয়োজনে থাকবে কেক, চকোলেট সহ বাছাই করা দুর্দান্ত সব পানীয়। প্রতি দু’জনের জন্য দাম লাগবে ৩৫০০ টাকা (কর সহ)। এছাড়াও বিশেষ ভ্যালেন্টাইনস ডে ডিনার বুফেতে রয়েছে ল্যাম্ব নাভারিন, ডুয়েট অফ কাউলি এবং সয়া শেফার্ডস পাই, চকোলেট-কোটেড ফ্রেশ স্ট্রবেরি, লিটল হার্ট রেড ভেলভেট মাউস কেক প্রভৃতি।
ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ‘দ্য উইঙ্ক’ আয়োজন করেছে এক গ্র্যান্ড ডিনারের, যেখানে আপনার জন্য থাকছে ৯০ মিনিটের জন্য স্ন্যাকস সহ নির্বাচিত পানীয়ের প্যাকেজ। দাম ৩০০০ টাকা। মেনুতে থাকছে থাই মশলাযুক্ত চিকেন সুপ্রিম, মুর্গ রেশমি কাবাব, মেল্টিং চিজ সিজুয়ান পট্যাটো এবং জাইতুনি পনির টিক্কা। বিকেল চারটের পর থেকে এদের পরিষেবা পাওয়া যাবে।
দ্য সুইগ-কোর্টইয়ার্ড আপনার জন্য নিয়ে এসেছে আজ সন্ধ্যা ৭টা থেকে ১৮০০ টাকার স্পেশাল বুফে। সঙ্গে লাইভ মিউজিক। মেনুতে থাকছে পেরিপেরি চিংড়ি, গ্রিলড লেমন, ক্যাপার ফিশ, কাজু মশলা বাফেলো চিকেন উইংস সহ আরও অনেক কিছু। সময়: সন্ধ্যা ৭টা থেকে।
সোয়্যার্ল-ও ভ্যালেন্টাইনস ডে সেলিব্রেট করছে। এদের মেনুতে পাওয়া যাবে রেড ভেলভেট কেক, মোল্ডেড রোলড চকোলেট প্রভৃতি খাবার। সকাল ৯টা থেকে শুরু হয়ে গিয়েছে সোয়্যার্ল পরিষেবা।
রাজকুটির-আইএইচসিএল সিলেকশনও ভালো অফার নিয়ে হাজির হয়েছে। তাজ বেঙ্গলের কিউমিন ভ্যালেন্টাইনস ডে অফারে আপনার জন্য রয়েছে আলু লিক গ্র্যাটিন, ফার্ম ফ্রেশ চিকেন, কুং পাও চিকেন প্রভৃতি। দু’জনের জন্য (ভেজ) খরচ ২২০০ টাকা, কর অতিরিক্ত, ২৫০০ টাকা (নন-ভেজ), কর অতিরিক্ত। এদের অফার শুধু আজকের জন্য প্রযোজ্য।
ইএম বাইপাসে ভিভান্তা কলকাতায় কিউমিন ভ্যালেন্টাইনস ডে অফারে আপনার জন্য থাকছে রেড কারেন্ট ক্রাম্বল পাই, রাস্পবেরি এবং রোজ ফাজ ব্রাউনি প্রভৃতি। দু’জনের জন্য (ভেজ) খরচ ২২০০ টাকা, কর অতিরিক্ত, ২৫০০ টাকা (নন-ভেজ), কর অতিরিক্ত। এদের অফারও শুধু আজকের জন্য প্রযোজ্য।
তাজ বেঙ্গল আপনার জন্য ১৪ ফেব্রুয়ারি নিয়ে এসেছে গ্রিল বাই দ্য পুল অফার। পুলের ধারে আপনার সঙ্গীর সঙ্গে কাটান বিশেষ প্রেমময় এক সন্ধ্যা। প্রতি দুজনের জন্য লাগবে ১৫,০০০ টাকা (কর সহ)। পুলের ধারে কেবিনে সময় কাটাতে চাইলে লাগবে ২২,৫০০ টাকা (কর সহ)। এছাড়াও থাকছে বিশেষ মেনু। থাকছে ভ্যালেন্টাইনস ডে স্পেশাল ডিনার বুফেতে হার্ট আকৃতির কেক-সহ বাছাই করা দুর্দান্ত সব পানীয়। সময় সন্ধে ৭.৩০টা।
প্রেমের দিনে, প্রেমের শহরে প্রেমিক যুগলদের ভিড় তো থাকবেই, তার মাঝে খুঁজছেন একটু নিভৃত পরিসর? প্রেমিক-প্রেমিকাদের নির্বিঘ্নে সময় কাটানোর বন্দোবস্ত করেছে ভিভান্তা কলকাতা ইএম বাইপাস।
মিন্ট আপনাদের জন্য নিয়ে এসেছে বিশেষ ভ্যালেন্টাইনস ডে প্যাকেজ। আজ সন্ধে ৭.৩০টা থেকে আপনাদের জন্য বিশেষ আয়োজনে থাকবে কেক, চকোলেট সহ বাছাই করা দুর্দান্ত সব পানীয়। প্রতি দু’জনের জন্য দাম লাগবে ৩৫০০ টাকা (কর সহ)। এছাড়াও বিশেষ ভ্যালেন্টাইনস ডে ডিনার বুফেতে রয়েছে ল্যাম্ব নাভারিন, ডুয়েট অফ কাউলি এবং সয়া শেফার্ডস পাই, চকোলেট-কোটেড ফ্রেশ স্ট্রবেরি, লিটল হার্ট রেড ভেলভেট মাউস কেক প্রভৃতি।
ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ‘দ্য উইঙ্ক’ আয়োজন করেছে এক গ্র্যান্ড ডিনারের, যেখানে আপনার জন্য থাকছে ৯০ মিনিটের জন্য স্ন্যাকস সহ নির্বাচিত পানীয়ের প্যাকেজ। দাম ৩০০০ টাকা। মেনুতে থাকছে থাই মশলাযুক্ত চিকেন সুপ্রিম, মুর্গ রেশমি কাবাব, মেল্টিং চিজ সিজুয়ান পট্যাটো এবং জাইতুনি পনির টিক্কা। বিকেল চারটের পর থেকে এদের পরিষেবা পাওয়া যাবে।
দ্য সুইগ-কোর্টইয়ার্ড আপনার জন্য নিয়ে এসেছে আজ সন্ধ্যা ৭টা থেকে ১৮০০ টাকার স্পেশাল বুফে। সঙ্গে লাইভ মিউজিক। মেনুতে থাকছে পেরিপেরি চিংড়ি, গ্রিলড লেমন, ক্যাপার ফিশ, কাজু মশলা বাফেলো চিকেন উইংস সহ আরও অনেক কিছু। সময়: সন্ধ্যা ৭টা থেকে।
সোয়্যার্ল-ও ভ্যালেন্টাইনস ডে সেলিব্রেট করছে। এদের মেনুতে পাওয়া যাবে রেড ভেলভেট কেক, মোল্ডেড রোলড চকোলেট প্রভৃতি খাবার। সকাল ৯টা থেকে শুরু হয়ে গিয়েছে সোয়্যার্ল পরিষেবা।
রাজকুটির-আইএইচসিএল সিলেকশনও ভালো অফার নিয়ে হাজির হয়েছে। তাজ বেঙ্গলের কিউমিন ভ্যালেন্টাইনস ডে অফারে আপনার জন্য রয়েছে আলু লিক গ্র্যাটিন, ফার্ম ফ্রেশ চিকেন, কুং পাও চিকেন প্রভৃতি। দু’জনের জন্য (ভেজ) খরচ ২২০০ টাকা, কর অতিরিক্ত, ২৫০০ টাকা (নন-ভেজ), কর অতিরিক্ত। এদের অফার শুধু আজকের জন্য প্রযোজ্য।
ইএম বাইপাসে ভিভান্তা কলকাতায় কিউমিন ভ্যালেন্টাইনস ডে অফারে আপনার জন্য থাকছে রেড কারেন্ট ক্রাম্বল পাই, রাস্পবেরি এবং রোজ ফাজ ব্রাউনি প্রভৃতি। দু’জনের জন্য (ভেজ) খরচ ২২০০ টাকা, কর অতিরিক্ত, ২৫০০ টাকা (নন-ভেজ), কর অতিরিক্ত। এদের অফারও শুধু আজকের জন্য প্রযোজ্য।