রবিবার ২২ সেপ্টেম্বর, ২০২৪


বন্ধুরা, অনেক সময়ই মাকে রান্না করতে দেখে তোমাদেরও নিশ্চয়ই ভীষণ রান্না করতে ইচ্ছে করে, তাই তো? আমারও করে। কিন্তু এখন তো মা আগুনের কাছে যেতে দেন না। আমরা তো এখনও অতটা বড় হইনি। তাই আগুন ছাড়া কেমন করে রান্না করবো তারই একটা টিপস রইল তোমাদের জন্য।
 

উপকরণ

১০পিস ক্যাডবেরি ডেয়ারি মিল্ক চকোলেট, চারটি স্লাইস পাউরুটি/ ব্রাউন ব্রেড, অল্প চিনি (ইচ্ছে হলে দিতেও পারো, নাও পারো)।
 

প্রণালী

প্রথমে টোস্টারে ব্রেড গোল্ডেন ব্রাউন করে টেস্ট করে নাও। গরম থাকাকালীন অবস্থায় পাঁচটা চকোলেট ব্রেডের উপর দিয়ে দাও। এক মিনিট অপেক্ষা করো। দেখবে চকলেট বেশ নরম হয়ে গিয়েছে। তখন একটা চামচ দিয়ে ওটাকে ব্রেডের ওপরে ছড়িয়ে করে দাও। এবার অল্প একটু চিনি ওপরে দিতে পারো যদি ইচ্ছে হয়। নাও দিতে পারো। তারপর আরেকটা ব্রেডের ওপর চাপা দিয়ে ভালো করে প্রেস করে নাও। ব্যাস তৈরি হয়ে গেল তোমাদের ক্যাডবেরি স্যান্ডউইচ। ডেকোরেশনের জন্য ওপরে কয়েকটা জেমস দিয়ে দিতে পারো।


Skip to content