রবিবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৫


কখনও কখনও চিকেনের একঘেয়ে রেসিপির বাইরে একটু অন্যরকম খেতে ইচ্ছে করে। এ ভাবে মাইক্রোওভেন আর গ্যাসে বাড়িতেই সহজে বানিয়ে নিন বম্বে স্টাইল চিকেন ভর্তা। জেনে নিন কী করে তৈরি করবেন।
 

কী কী উপকরণ লাগবে?

চিকেন সলিড: ৮টি
গোটা রসুন: ১০-১২টি
দুই: টেবিল চামচ আদা বাটা,
রসুন বাটা: প্রয়োজন মতো (৫টি)
পেঁয়াজ বাটা: প্রয়োজন মতো (২টি)
টম্যাটো সস বা টমেটো পিউরি: এক টেবিল চামচ
কাজুবাদাম ও চারমগজ: বাটা আধ বাটি
মাখন: ৫০ গ্রাম।

আরও পড়ুন:

বাবার কাটা মাথা মাঠে পুঁতছে ছেলে! হাড়হিম করা সেই সিসিটিভি ফুটেজ এল পুলিশের হাতে

খাই খাই: রাতে নিরামিষ পদে স্বাদ বদল চাই? বানিয়ে ফেলুন তেল পটল

শারদীয়ার গল্প-৩: আলোকসংশ্লেষ

ট্রেনের টিকিট ‘কনফার্ম’ না হলে একেবারে বিনামূল্যে বিমানের টিকিট পাবেন যাত্রীরা! কোন অ্যাপে, কীভাবে পাবেন?

 

তৈরি করুন এ ভাবে

চিকেন পিসগুলো ভালো করে ধুয়ে মাইক্রোওভেনের বাটিতে রাখতে হবে।
খোসা ছাড়ান রসুন, নুন, ও অল্প জল দিয়ে ঢাকা সমেত চারমিনিট হাইফ্লেমে সেদ্ধ হতে দিতে হবে।
ঢাকা খুলে নাড়াচাড়া করে আবার চার মিনিট দিতে হবে।
ঠান্ডা হলে রসুন সমেত মাংস ভালো করে চটকে নিতে হবে।
কড়ায় সাদা তেল গরম করে তাতে আদাবাটা, পেঁয়াজ বাটা ও রসুন বাটা দিয়ে কষাতে হবে।
তেল ছেড়ে দিলে তার মধ্যে কাজু ও মগজ বাটা, মাংস, টম্যাটো সস সব দিয়ে নাড়তে হবে।
প্রয়োজন মতো জল দেবেন। ঝাল পছন্দ হলে লঙ্কাগুঁড়ো দেবেন।
ভালোভাবে সব ফুটে গেলে গ্যাস বন্ধ করে মাখন দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে।
পাঁচ মিনিট পর ঢাকা খুলে ঢেলে নিন। হলুদ দেবার দরকার নেই।
এ বার গরম গরম পরিবেশন করুন, দারুণ লাগবে।

 

রেসিপি বিভাগে লেখা পাঠানোর নিয়ম

‘খাই খাই’ বিভাগে আপনিও সুস্বাদু রেসিপি পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। রান্নার পদ্ধতি ও উপকরণ সমেত লেখা ইউনিকোড ফরম্যাটে টাইপ করে পাঠাতে হবে ৩০০ শব্দের মধ্যে। লেখার সঙ্গে একটি পাসপোর্ট ছবি ও যোগাযোগের ফোন নম্বর দেবেন। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content