বৃহস্পতিবার ২২ মে, ২০২৫


ছবি: প্রতীকী।

কলকাতা হাই কোর্ট গত বছরের জয়েন্ট এন্ট্রান্স (মেডিক্যাল-স্নাতকোত্তর) পরীক্ষায় অন্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র পরীক্ষার্থীদের নতুন প্যানেল তৈরি করার নির্দেশ দিল। অভিযোগ ২০২৪ সালে জয়েন্ট এন্ট্রা পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের একাংশ কাউন্সেলিংয়ের সুযোগ পাননি। শেষমেশ এ নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা গড়ায়। বুধবার এই মামলাটি ওঠে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে। ওই মামলায় বেঞ্চ নির্দেশ দিয়েছেন,জয়েন্ট এন্ট্রান্স-এর স্নাতকোত্তর স্তরের ওই পরীক্ষায় ওবিসিদের নতুন প্যানেল তৈরি করতে হবে।
ওই নতুন প্যানেল মেনেই কাউন্সেলিং এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাই কোর্ট। তবে ২০১০ সালের পরে অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র শংসাপত্র হয়েছে, এমন পরীক্ষার্থীরা কাউন্সেলিংয়ে সুযোগ পাবেন না। কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছে, তাঁদের বাদ দিয়ে নতুন কাউন্সেলিং করতে হবে। উল্লেখ্য, ২০১০ সালের পর থেকে পশ্চিমবঙ্গের সব ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। এই রায়কে চ্যালেঞ্জ করে মামলা হয় সুপ্রিম কোর্টে। তবে হাই কোর্টের রায়ের উপর সুপ্রিম কোর্ট কোনও স্থগিতাদেশ নেই।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯৮: মা সারদার জন্মতিথিতে তাঁর অপূর্ব অমানবীয় রূপ ফুটে উঠল

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-১৭: একাকিত্বের অন্ধকূপ/২: অন্ধকারের উৎস হতে

২০২৪ সালে মামনি সাউ-সহ বেশ কয়েকজন মেডিক্যালে স্নাতকোত্তর স্তরের ওই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে আদালতে মামলা করেন । ওই মামলাকারীদের বক্তব্য ছিল, তাঁরা মেডিক্যালে স্নাতকোত্তর স্তরের ওই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়ার জন্যও নির্বাচিত হলেও শেষ পর্যন্ত তাঁরা কেউই ডাক পাননি বলে অভিযোগ। তাঁদের অভিযোগ, কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নিতেই পারেননি। তাই তাঁরা কোনও মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন না। আবার এরই মধ্যে ২০২৫ সালেরও মেডিক্যাল কলেজগুলিতে ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়ে গিয়েছে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১১৫: গেমপ্ল্যান

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০০: নীল কটকটিয়া

বুধবার ছিল ওই মামলার শুনানি। বিচারপতি চন্দের বেঞ্চ দু’ঘণ্টার মধ্যে রাজ্যের স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ডিরেক্টরকে এজলাসে হাজিরার নির্দেশ দেয়। দুই আধিকারিক কলকাতা হাই কোর্টে গিয়ে জানান, ২০১০ সালের পর থেকে সব ওবিসি শংসাপত্র বাতিল হওয়ায় কাউন্সেলিং করা সম্ভব হয়নি। দুই আধিকারিকের বক্তব্য শুনে বিচারপতি চন্দ জানান, যাঁদের ২০১০ সালের আগের ওবিসি শংসাপত্র রয়েছে তাঁদের নিয়ে সমস্যা নেই। সেখানে মোট ৬৬টি সম্প্রদায় ওবিসি তালিকাভুক্ত করা ছিল। কলকাতা হাই কোর্ট তাঁদেরকে নিয়েই নতুন প্যানেল তৈরি করার নির্দেশ দিয়েছে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content