শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


আজ, ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। এমন দিনে রোজকার জীবনযাপনে বিশেষ কিছু বদল নিয়ে আসুন। সেই সব বদল একটু একটু রক্ষা করবে আমাদের পরিবেশকে। তাই এগিয়ে চলুন পরিবেশ-বান্ধব জীবনযাত্রার পথে।

প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকর। তাই দোকান-বাজারের জন্য পলিথিনের ব্যাগের বদলে কাপরের থলে বা ব্যাগ ব্যবহার করুন। তাহলেই দেখবেন, বাড়িতে আর প্লাস্টিক জমছে না।

হঠাৎ করে জীবনযাপনে বদল আনা কষ্টকর। যদিও পরিবেশকে সাহায্য করতে প্লাস্টিক বদলে বাঁশের টুথব্রাশ ব্যবহার করে দেখতে পারেন। বাজারে এরকম টুথব্রাশ পাওয়া যায়। ব্যবহার করে দেখতে পারেন চারকোল দিয়ে তৈরি বিশেষ ধরনের ব্রাশও। দাঁতের স্বাস্থ্যের জন্য প্লাস্টিকের ব্রাশের থেকে এই ধরনের টুথব্রাশ বেশ ভালো।

প্লাস্টিকের বদলে কাচ, স্টিল বা পরিবেশ বান্ধব উপাদানে তৈরি বাসনপাত্র ব্যবহার করতে পারেন। একবারেই সব বাসন বদলে ফেলা কঠিন। তাই ধীরে ধীরে প্লাস্টিকের জিনিস বাতিল করুন। একবারের জন্য ব্যবহার করে ফেলে দেবেন প্লাস্টিক ব্যবহার না করাই পরিবেশের জন্য ভালো। আবার এমন থালা-বাটি যদি ব্যবহার করতেই হয়, তাহলে সেগুলি যাতে সহজেই পরিবেশের সঙ্গে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে।

কাগজ বা প্লাস্টিকের তৈরি স্ট্র ক্ষতিকর। কাগজের স্ট্র একবারের বেশি ব্যবহার করা যায় না। ফলে কাগজের অপচয় হয়। তাঁর বদলে ধাতুর তৈরি স্ট্র ব্যবহার করলে ভালো। ঠান্ডা পানীয় বা কফি খাওয়ার জন্য এই স্ট্র বাইরে গেলেও সঙ্গে রাখতে পারেন। দোকান বা ক্যাফেতে গিয়ে কাগজের স্ট্রয়ের বদলে নিজের মেটালিক স্ট্র ব্যবহার করুন।


Skip to content