শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


সুশান্ত সিংহ রাজপুত যেকোনও কাজ অতি সহজেই শিখে নিতে পারতেন। ২০০৩ সালের ইন্ডিয়ান কম্পারেটিভ পরীক্ষায় তিনি সপ্তম স্থানাধিকারী ছিলেন। এমনকি, পদার্থবিদ্যায় ন্যাশনাল অলিম্পিয়াড বিজয়ীও ছিলেন।

দিল্লির টেকনিক্যাল ইউনিভার্সিটি-তে পড়ার সময় অভিনয়ের জন্য মাঝপথেই পড়াশোনা ছেড়ে দেন। তিনি দু' হাতে লেখা থেকে শুরু করে গিটার বাজানো সবেতেই সিদ্ধহস্ত ছিলেন তিনি।

নাসা থেকে মহাকাশচারী হওয়ার পরিকল্পনা ছিল তাঁর। মহাকাশের প্রতি ভীষণ আকর্ষণ ছিল সুশান্তের। এমনকি তিনি চাঁদে জমিও কেনেন। আকাশের দিকে তিনি ঘণ্টার পর ঘণ্টা তাকিয়ে থাকতেন।

তিনি যখন দ্বাদশ শ্রেণিতে পড়েন সে সময় তাঁর মা মারা যান। মায়ের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি মাকে নিয়ে নানা আবেগঘন কথা বলেছিলেন।

সুপার বাইক ও গাড়ি প্রতি অত্যন্ত ভালোবাসা ছিল তাঁর। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন নানা ব্র্যান্ডের গাড়ি কেনার। একাধিক বিলাসবহুল গাড়িও কিনেছিলেন। ৪৭৪৭ নম্বরের প্রতি অদ্ভুত টান ছিল তাঁর। তাই নিজের গাড়ির নম্বর ৪৭৪৭ রাখতে তিনি বহু টাকা খরচ করেছিলেন।

ব্যাক গ্রাউন্ড ডান্সার হিসেবে তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন। 'ধুম টু' ছবিতে ধুম এগেইন গানে হৃত্বিক রোশনের সঙ্গে তিনি নেচেছিলেন। ২০০৬ সালে কমনওয়েলথ গেমসে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবেও নাচ করেছিলেন।

সুশান্ত সিংয়ের বলিউডে কাজ করা একাধিক হিট ছবি আছে। এর মধ্যে অন্যতম হল, এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি, পিকে, কাই পো চে, 'ছিছোড়ে' প্রভৃতি। প্রতিটি ছবিতে তিনি তাঁর কর্মদক্ষতা রেখে গিয়েছেন।

নেটমাধ্যমে সুশান্ত একবার লিখেছিলেন 'তোমার হাতটা বাড়িয়ে দাও, আমি তোমাকে ছেড়ে যাব না'। আজ অনুরাগীরা তাঁর কাছে জানতে চাইছেন, কেন তুমি এত তাড়াতাড়ি চলে গেলে। আজ অভিনেতা সুশান্তের মৃত্যুবার্ষিকীতে তাঁর ছবি ভেসে বেড়াছে নেটমাধ্যমের ওয়ালে ওয়ালে।


Skip to content