১ / ২
যাত্রীদের কথা ভেবে দুর্দান্ত সুবিধা নিয়ে হাজির অ্যাপ ক্যাব। এখন থেকে অ্যাপ ছাড়াও হোয়াটসঅ্যাপের মাধ্যমেই বুক করা যাবে উবের। সম্প্রতি ক্যাব অ্যাগ্রিগেটর সংস্থাটি গাড়ি বুকিং করার জন্য এই নতুন পদক্ষেপের ঘোষণা করেছে। খুব শীঘ্রই এই পরিষেবা চালু করা হবে বলে জানানো হয়েছে। এই নতুন ফিচার যোগ হওয়ার ফলে ফোনে আর উবের অ্যাপ না রাখলেও কোনও অসুবিধা হবে না।
২ / ২
ক্যাব বুক করতে হলে প্রথমে এই +৯১ ৭৯২০০০০০২ নম্বর মোবাইলে সেভ করতে হবে। এরপর হোয়াটসঅ্যাপে গিয়ে ওই নম্বরটিতে ‘Hi’ লিখে পাঠাতে হবে। তারপর একটি কিউআর কোড আসবে ফোনে। সেটি স্ক্যান করলেই হোয়াটসঅ্যাপে চ্যাটবট খোলার একটি লিঙ্ক পাওয়া যাবে। লিঙ্কে ক্লিক করলেই খুলে যাবে চ্যাটবট। সেখানেই বুক করতে পারবেন গাড়ি। এরপর ক্যাব সংস্থার পক্ষ থেকে গ্রাহকদের সরবরাহ করতে বলা হবে যাত্রা শুরুর স্থান এবং গন্তব্য। একই সঙ্গে ভাড়ার মূল্য ও গাড়ি আসার সম্ভাব্য সময়ও জানিয়ে দেওয়া হবে।
২ / ৩
অ্যাপের মাধ্যমে বুক করলে যে যে সুবিধা যাত্রীরা পেতেন, সেই একই সুবিধা পাবেন হোয়াটসঅ্যাপে বুকিংয়ের ক্ষেত্রেও। এমনকি চালকেক ট্র্যাক করার লিঙ্কও হোয়াটসঅ্যাপ চ্যাটে পেয়ে যাবেন যাত্রী। পাশাপাশি চালক ফোনও করতে পারবেন ক্যাব বুককারীকে।
২ / ৪
নতুন সুবিধায় চালকেরা যাত্রীর গন্তব্য ‘রাইড অ্যাকসেপ্ট’ দেখতে পাবেন। এরফলে ‘কোথায় যাবেন?’ এই প্রশ্ন আর জিজ্ঞাসা করবেন না চালকেরা। ফলে অহেতুক হয়রানি এড়াতে পারবেন যাত্রীরা।
২ / ৫
কোন কোন ভাষায় পরিষেবা মিলবে? আপাতত শুধুমাত্র ইংরেজিতেই হোয়্যাটসঅ্যাপের চ্যাটের মাধ্যমে রাইড বুক করা যাবে। শীঘ্রই তা অন্যান্য ভারতীয় ভাষায় চালু করা হবে।
২ / ৬
হোয়াটসঅ্যাপ চ্যাটবটের মাধ্যমে ক্যাব ভাড়া করার সুবিধা এই প্রথম নয়। গত বছর থেকেই লখনউয়ে এই পরিষেবা চালু হয়েছে। চ্যাটবট হল একটি বার্তা আদানপ্রদানের একটি কৃত্রিম প্ল্যাটফর্ম।