সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

অনেকেই পোষ্য কুকুরকে প্যাকেটবন্দি খাবার খাওয়াতে পছন্দ করেন না। বরং বাড়ির খাবারই খাওয়াতে চান। কিন্তু তাঁদের অনেকেই কুকুরকে সারা জীবন নিত্য-নতুন খাবারের পরিবর্তে প্রায় একই ধরনের খাবার খাইয়ে যান। বুঝতে পারেন না বাড়ির কোন খাবার কুকুরের জন্য নিরাপদ, আর কোনটা তার সমস্যার কারণ হয়ে উঠতে পারে।
এই ধরনের সমস্যার সহজ সমাধান হতে পারে ওটমিল। একেবারে নিশ্চিন্তে এটি খাওয়াতে পারেন আপনার প্রিয় পোষ্য কুকুরকে। কিন্তু তার আগে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। দেখে নেওয়া যাক সেগুলি কী কী।
আরও পড়ুন:

তাইল্যান্ডের সৈকতে উষ্ণতা ছড়ালেন নুসরত, ছবি দেখে নেটিজেনরা কী বললেন?

অপারেশন থিয়েটারে অপেক্ষারত রোগী, রাস্তায় তীব্র যানজট, অবশেষে টানা ৪৫ মিনিট দৌড়ে হাসপাতালে পৌঁছলেন চিকিৎসক

 

কতটা খাওয়াবেন

কুকুরের প্রতি ১০ কিলোগ্রাম ওজনের জন্য এক চামচ ওটমিল দিতে পারেন। এর বেশি খাওয়ালে ওজন বেড়ে যেতে পারে। ফলে হজমের সমস্যাও হতে পারে।
 

কোন ধরনের ওটমিল

এমন ওটমিল খাওয়াবেন, যাতে ‘হোল গ্রেন ওটস’ রয়েছে। যাতে চিনি এবং কোনও কৃত্রিম গন্ধ যেন না থাকে।
 

কী ভাবে খাওয়াবেন

অবশ্যই জলে সেদ্ধ করে খাওয়াবেন। দুধ মেশাবেন না। আর কখনই গরম অবস্থায় খাওয়াবেন না। ঠান্ডা করে নিয়ে খাওয়াবেন।
 

উপকার কী কী

কোনও কোনও কুকুরের কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়। তাদের জন্য ওটমিল খুবই কাজের। দৈনিক প্রয়োজনীয় পুষ্টির অনেকটাই ওটমিল থেকে কুকুর পেয়ে যায়। তা ছাড়া স্বাদবদলও হয়ে থাকে এর থেকে।


Skip to content