ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
এখনকার দিনে কর্মব্যস্ত জীবনের অবসর সময়টুকু ভালো করে কাটানোর জন্য অনেকেই বাড়িতে পোষ্য রাখেন। নিঃসন্তান দম্পতিরা কিংবা বয়স্করাও একাকীত্ব কাটানোর জন্য বাড়িতে এদের নিয়ে আসেন। ক্রমশ এরা পরিবারের সদস্য হয়ে ওঠে। কিন্তু আপনি কি অফিসে বেরোনোর সময় আপনার প্রিয় পোষ্যকে একা রেখে যান? এটা কিন্তু কখনওই করবেন না। বেরোনোর আগে বাড়িতে সর্বক্ষণের জন্য কাউকে রেখে যাবেন। এমন কাউকেই রাখবেন যার সঙ্গে ওর বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছে। পাশাপাশি আপনাকে নিজেকেও সময় বার করতে হবে। সকাল কিংবা বিকেল যেকোনও সময় ওকে নিয়ে কিছুটা সময় হাঁটতে বেরোন। প্রতিদিন একবার করে ব্রাশ করে দিন। যখন ওকে বাড়িতে প্রথম নিয়ে আসবেন তখন এক সপ্তাহের মতো ছুটি নিন। ছোট ছোট খেলনা দিয়ে, আদর করে, যত্ন নিয়ে ওর সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলুন। তারপর ধীরে ধীরে ওকে একা থাকতে দিন। প্রথম হয়তো কখনও এক ঘণ্টার জন্য বাড়িতে রেখে কোথাও বের হলেন, তারপর থেকে ধীরে ধীরে এই একা থাকার সময়টা বাড়ান। কখনওই ওকে বেঁধে রেখে যাবেন না। তাহলে ওর মধ্যে রাগ সৃষ্টি হবে, কাউকে কামড়ে দিয়ে পারে। এরকম পরিস্থিতিতে অনেক সময় বিছানায় মলমূত্র ত্যাগ করে দেয়। যদি এই রকম কোনও আচরণ করে তাহলে বুঝবেন, সেটা ওর রাগের বহিঃপ্রকাশ।