রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

প্রথমে জাদুকর একটি দেশলাই বাক্স দেখালেন যেটি সম্পূর্ণ খালি। এরপর বাক্সটি বন্ধ করে বাঁহাতে ধরলেন এবং ডানহাতে শূন্য থেকে একটি দেশলাই কাঠি নিয়ে এলেন এবং অদৃশ্যভাবে সেটিকে খালি দেশলাই বাক্সের ভিতর পাঠালেন। এভাবে শূন্য থেকে কয়েকটি কাঠি নিয়ে সেগুলিকে অদৃশ্যভাবে দেশলাই বাক্সের ভিতর পাঠিয়ে দেওয়ার পর দেশলাই বাক্স নেড়ে শোনালেন যে তার মধ্যে কাঠির আওয়াজ হচ্ছে। এরপর আবার একবার ফুঁ দিতেই দেশলাই বাক্সের ভেতরের সমস্ত কাঠি অদৃশ্য হয়ে গেলো। জাদুকর পুনরায় দেশলাই বাক্সটিকে খুলে দেখালেন যে বাক্সটি আগের মতোই সম্পূর্ণ খালি। ছোট্ট বন্ধুরা, ম্যাজিকটি বেশ মজার না?

কী কী প্রয়োজন
দুটি দেশলাইয়ের বাক্স, কিছু দেশলাই কাঠি, সেলোটেপ এবং একটি গার্ডার।

কৌশল
এই খেলাটি দেখানোর জন্য জাদুকরকে একটি ফুল হাতা জামা পড়তে হবে। জামা পরার আগে একটি দেশলাইয়ের বাক্সের ভিতর কিছু কাঠি ভরে সেটিকে বাঁহাতের কব্জির ওপর গার্ডার দিয়ে বেঁধে নিতে হবে। এরপর একটি কাঠিকে বুড়ো আঙ্গুলের পিছনে সেলটেপ দিয়ে আটকে নিতে হবে। এই সমস্ত প্রস্তুতি করতে হবে দর্শকদের আড়ালে। প্রস্তুতি সারা হয়ে গেলে প্রথমে দেশলাই বাক্সটিকে খালি দেখাতে হবে এবং তারপর ডান হাতটির চেটোর দিকটা খালি দেখিয়ে হাতটা মুঠো করলেই মনে হবে যেন হাতের মধ্যে একটি দেশলাই কাঠি ধরা আছে। এরপর আবার হাতটা খুলে দিলেই দেশলাই কাঠিটি বুড়ো আঙ্গুলের পিছনে চলে যাবে, আর হাতটি মনে হবে খালি। এইভাবে কয়েকবার করার পর বাঁহাতটা নাড়লেই কব্জিতে বাঁধা দেশলাই বাক্সের কাঠিগুলি শব্দ করবে, কিন্তু দর্শকদের মনে হবে বাঁহাতে ধরা দেশলাই বাক্সের মধ্যে থেকেই আওয়াজটি আসছে। সবশেষে আবার জাদুকর খালি দেশলাইয়ের ওপরেই একটু ফুঁ দেবেন এবং নাটকীয় ভাবে খুলে দেওয়ার পর দেখা যাবে দেশলাই বাক্সের কাঠিগুলি আবার অদৃশ্য হয়ে গিয়ে দেশলাই বাক্সটি সম্পূর্ণ খালি হয়ে গিয়েছে। এই খেলাটি দেখাবার সময় বাঁহাত বেশি নাড়াচাড়া না করাই ভালো, তাহলে কাঠি ভর্তি দেশলাই বাক্স থেকে শব্দ হতে পারে। কেমন লাগল বন্ধুরা। আর দেরি কেন, এবার তাহলে ভালো করে প্র্যাকটিস করে ম্যাজিকটা দেখিয়ে বন্ধুদের চমকে দাও।

Skip to content