শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

ম্যাজিক দেখতে কে না ভালোবাসে! আশা করি তোমরা সকলেই ম্যাজিক দেখা ও শেখার প্রতি আগ্রহ৷

এসো, আজ তোমাদের রুমাল ও দেশলাইকাঠি নিয়ে একটা মজার জাদু শেখাব। প্রথমে জাদুকর তোমাদের একটি রুমাল ও দেশলাইকাঠি দেখাবেন। এরপর রুমালটিকে খালি দেখিয়ে সেটি টেবিলের ওপর পেতে তার মাঝখানে দেশলাইকাঠিটি রেখে রুমালটির চার কোণ ভালোভাবে ভাঁজ করে দেবেন। এখন জাদুকর ভাঁজ করা রুমাল সহ দেশলাইকাঠিটি তুলে ধরবেন এবং দর্শকদের বলবেন সেটিকে ভেঙে দিতে। দর্শকরা দু-তিন টুকরো করে ভাঙার পর আবার রুমালটি টেবিলের ওপর রাখা হবে। তারপর ভাঁজ খুলে দেখা যাবে জাদুবলে দেশলাইকাঠিটি আগের মতোই জোড়া লেগে গেছে।

কী কী প্রয়োজন
এই ম্যাজিকটির জন্য প্রয়োজন একটি রুমাল যার চারপাশ সেলাই করে মোড়া আছে এবং দুটি দেশলাইকাঠি।

কৌশল
ম্যাজিকটি দেখানোর পূর্বে একটি দেশলাইকাঠি রুমালের ভাঁজ করা একটা অংশে আগে থেকে ঢুকিয়ে রাখতে হবে। এরপর ম্যাজিক দেখানোর সময় সেই ভাঁজ করা অংশে রাখা দেশলাইকাঠিটিকে রুমালের ভিতর দিয়ে তুলে ধরতে হবে এবং দর্শকদের বলতে হবে ওই কাঠিটিকে ভাঙার জন্য। খুব সাবধান এই সময় যেন আসল কাঠিটিকে ধরে ফেলো না। ভাঁজ করা অংশের কাঠিটিকে দর্শক যত খুশি ভাঙুক না কেন কিছু এসে যাবে না৷ এরপর রুমালের ভাঁজটি খুললে আসল কাঠিটি যেমন কে তেমন থেকে যাবে আর দর্শক ভাববে তুমি বোধহয় জাদু বলে ভাঙা কাঠিটিকে জুড়ে দিয়েছ।

কেমন লাগল বন্ধুরা। আর দেরি কেন, এবার তাহলে ভালো করে প্র্যাকটিস করে ম্যাজিকটা দেখিয়ে বন্ধুদের চমকে দাও।

 


Skip to content