শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


মিশরের একটি হাসপাতাল। ছবি: সংগৃহীত।

‘Hospital’ শব্দটি এসেছে লাতিন শব্দ ‘Hospes’ থেকে। ‘Host’-এর অর্থ নিয়ন্ত্রণকর্তা। ‘Hospital’ মানে চিকিৎসাগার। আজকের হাসপাতালকে মধ্যযুগে বলা হতো ‘বিমারিস্তান’। এই ফার্সি ভাষার শব্দটির অর্থ ‘রোগীর স্থান’। রোগ নিরাময়ের জন্য বিশেষভাবে নির্মিত প্রাচীন মিশরীয় মন্দিরগুলিই ইতিহাসের প্রথম হাসপাতাল, যা প্রায় ৫০০০ বছর আগে প্রতিষ্ঠিত।
প্রাচীন গ্রিসে নিরাময়ের দেবতা, অ্যাসক্লেপিয়াসের মন্দিরগুলি ছিল চিকিৎসা জ্ঞানের কেন্দ্র। রোমান সাম্রাজ্যে, ভ্যালেটুডিনারিয়া নামক সুবৃহৎ ইমারতগুলি সমাজের অসুস্থদের বসবাসের জন্য জন্য নির্মিত হয়েছিল। প্রাচীন গ্রিসে নিরাময়কারী-দেবতা অ্যাসক্লেপিয়াসের উদ্দেশ্য নিবেদিত মন্দির অ্যাসক্লেপিয়া নামে পরিচিত, যা চিকিৎসা ও পরামর্শ এবং রোগ নির্ণয়ের কেন্দ্র হিসেবে কাজ করত। তৎকালীন যুগে অ্যাসক্লেপিয়া রোগ নিরাময়ের জন্য বিশেষ উপযোগী ছিল।
আরও পড়ুন:

প্রথম আলো, পর্ব-১: বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি জানেন?

ইতিহাস কথা কও, কোচবিহারের রাজকাহিনি, পর্ব-৭: প্রকৃত শাসক মহারাজ, একটি রাজ্যের আলোয় উত্তরণ

এছাড়া রোমের টাইবার দ্বীপে একটি মন্দির ছিল, যেখানে গ্রিসের চিকিৎসা সংক্রান্ত অনুরূপ আচারগুলি সম্পাদিত হয়েছিল। এই উপাসনালয়ে রোগীরা এনকোইমেসিস নামে পরিচিত ঘুম জড়িত এক স্বপ্নের দেশে প্রবেশ করে দেবতার কাছ থেকে নির্দেশ লাভ করত। প্রায় ৫ হাজার বছর আগে প্রাচীন মিশরীয় সভ্যতায় মিশরবাসীরা যেসব মন্দিরগুলো তৈরি করেছিল, রোগ নিরাময়ের কেন্দ্র হিসাবে সেগুলোই ছিল পৃথিবীর প্রথম হাসপাতাল।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৪৫: কোন আলো লাগলো ‘পুত্রবধূ’-র চোখে

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৭২: রবীন্দ্রনাথ প্রয়োজনে কঠোর হতেও পারতেন

তবে আধুনিক হাসপাতাল হিসেবে পৃথিবীর ইতিহাসে নবম শতকে মিশরে সর্বপ্রথম হাসপাতাল ব্যবস্থার সূচনা হয়। আহমদ ইবনে তুলুন ৮৭২ সালে মিশরের রাজধানী কায়রোতে ‘আহমদ ইবনে তুলুন হাসপাতাল’ প্রতিষ্ঠা করেছিলেন। মানুষের সুস্থতা ও চিকিৎসার স্বার্থে এই হাসপাতালের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন তিনি।
আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৩৩: কানে ব্যথা? তেল দেবেন কি?

পাখি সব করে রব, পর্ব-২: দুর্লভ পরিযায়ী পাখি ল্যাপউইং

নবম শতকে তিউনিসিয়ায় একটি হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। মধ্যযুগে মুসলমানদের তৈরি সবচেয়ে ভালো বিস্তৃত এবং পরিবেশবান্ধব হাসপাতাল নির্মাণ করেন ওদুদ আল ওয়ালিদ, ৯৮২ সালে বাগদাদে। পরবর্তীকালে হাসপাতাল ব্যবস্থার ধারণা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। আধুনিক বিশ্বে চিকিৎসার জন্য যে হাসপাতাল ব্যবস্থা তাই সর্বপ্রথম নিয়ে আসেন মুসলিমরা। ধীরে ধীরে সমগ্র বিশ্বে হাসপাতাল ব্যবস্থা চালু হয়।
* প্রথম আলো: সোমা চক্রবর্তী (Soma Chakrabarti), শিক্ষিকা, নিমতা জীবনতোষ ঘোষ মেমোরিয়াল গার্লস হাইস্কুল (উচ্চ মাধ্যমিক)।

আপনার রায়

ইসরোর চন্দ্রযান-৩ কি তৃতীয় বারের এই অভিযানে সাফল্যের স্বাদ পাবে?

Skip to content