![](https://samayupdates.in/wp-content/uploads/2023/01/Debapriya-Biswas-.jpg)
প্রাক্তন বিমানসেবিকার রহস্যমৃত্যু। ছবি: সংগৃহীত।
প্রাক্তন বিমানসেবিকার রহস্যমৃত্যু। ঘটনাটি ঘটেছে বাইপাস লাগোয়া মেট্রোপলিটন এলাকায়। একটি বহুতলের নীচে রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি জানতে পরে প্রগতি ময়দান থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। আত্মহত্যা না কি তাঁকে ওই প্রাক্তন বিমানসেবিকাকে বহুতলের ছাদ থেকে ধাক্কা মেরে নীচে ফেলে দেওয়া হয়েছে, তদন্ত করে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর নাম দেবপ্রিয়া বিশ্বাস। বছর ২৭ বছর। দেবপ্রিয়া একটি বিমান সংস্থায় বিমানসেবিকার চাকরি করতেন। জানা গিয়েছে, বছর দেড়েক আগে তিনি সেই চাকরি ছেড়ে দেন। এখন তিনি বাড়িতেই থাকতেন। দেবপ্রিয়া শনিবারই দিদির ফ্ল্যাটে আসেন। পুলিশ সূত্রে এও জানা গিয়েছে, বিকেল নাগাদ দেবপ্রিয়া চার তলার ছাদে দাঁড়িয়েছিলেন। সেখান থেকেই নীচে পড়ে যান তিনি।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/01/sugar.jpg)
যত অশান্তি চিনি নিয়ে! তাহলে কি জীবনে থেকে মিষ্টিকে বাইবাই করে দিতে হবে?
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/01/coffee.jpg)
এক কফিতেই বাজিমাত! ওজন ঝরানো থেকে ডায়াবিটিস নিয়ন্ত্রণ, কী ভাবে খাবেন?
শনিবার বিকেল নাগাদ প্রগতি ময়দান থানার পুলিশ জানতে পারে, একটি বহুতলের নীচে এক তরুণী পড়ে রয়েছেন রক্তাক্ত অবস্থায়। তাঁর হাতের মুঠোয় চাবির গোছা ধরা ছিল। দেবপ্রিয়াকে গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, দেবপ্রিয়া ছাদ থেকে কোনও ভাবে পড়ে যান। যদিও পুলিশ এই মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।