বুধবার ৩ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

কলকাতার তাপমাত্রার পারদ সামান্য বাড়ল। টানা তিন দিন যে ভাবে কড়া ঠান্ডা পড়েছিল, সোমবার আর সেই শীতের কামড় নেই। যদিও সোমবারও তাপমাত্রা এখনও স্বাভাবিকের চেয়ে কম রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। ১ ডিগ্রি কম স্বাভাবিকের থেকে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস ছিল। অর্থাৎ স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
রবিবার শহরের সর্বোচ্চ পারদ ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ২ ডিগ্রি কম স্বাভাবিকের থেকে। আকাশ পরিষ্কার থাকবে। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা পরিষ্কার হয়ে যাবে। বৃষ্টির পূর্বাভাস নেই। নেই।
আরও পড়ুন:

আগামী সপ্তাহে রাজ্যের ডিএ মামলা উঠবে শীর্ষ আদালতে, পরবর্তী শুনানি হতে পারে ১৬ জানুয়ারি

চেনা দেশ অচেনা পথ, পর্ব-১: ছুটি ও ছোটা ছুটি

হাওয়া দফতর এও জানিয়েছে, আগামী দু’দিন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না। ঠান্ডার আমেজ থাকবে। তবে আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, সপ্তাহের শেষ ভাগে তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে। সেই তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৪৭: পুরীতে বাড়ি— রবীন্দ্রনাথের, গগনেন্দ্রনাথ-অবনীন্দ্রনাথের

মহাভারতের আখ্যানমালা, পর্ব-৪৯: চ্যবনমুনির প্রভাবে দেবরাজ হার মানলেন, সোমের ভাগ পেলেন অশ্বিনীকুমারদ্বয়

গত কয়েক দিন জেলাগুলিতেও হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে। পুরুলিয়া, বাঁকুড়ার মতো জেলা পারদ পতনে দার্জিলিংকে টেক্কা দিয়েছে। রবিবার একাধিক জেলায় তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির নীচে ছিল। হাওয়া অফিস শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছিল পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে।

Skip to content