মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী।

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর জেরে কিছুটা হলেও তাপমাত্রার পারদ কমতে পারে।
হাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণের সব জেলাগুলিতেই রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে। সেই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সব মিলিয়ে গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পাবেন রাজ্যবাসী।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-৪: অপবাদ এবং রামচন্দ্রের সুশাসনের রামরাজত্ব

বেশি বয়সের মহিলারা কেন অল্প বয়সি তরুণদের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন?

আলিপুর হাওয়া দফতর জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, দুই বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়িতেও। আবার সোমবার থেকে আবহাওয়ায় ধীরে ধীরে পরিবর্তন আসবে।

ছবির নাম

ছবির নাম


Skip to content