শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

ডিসেম্বরের কলকাতায় এখনও জমিয়ে শীতের দেখা নেই। মূলত মধ্য বঙ্গোপসাগর থেকে এগিয়ে আসা ঘূর্ণাবর্তের জেরে উত্তুরে হাওয়া ঠিক মতো প্রবেশ করতে পারেছে না। তাই কলকাতায় উল্লেখযোগ্য ভাবে পারদপতন না হওয়ায় জমিয়ে ঠান্ডাও পড়ছে না।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন পারদ ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৩ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।
আরও পড়ুন:

প্রস্তুতি শুরু হয়েছে নবান্নে, নতুন বছরের জানুয়ারিতেই মিলবে কিছুটা ডিএ?

কিম্ভূতকাণ্ড, পর্ব-১: পোড়া গাছের ডাল থেকে নেমে এল সে! ভাটার মতো সবজে চোখ, ধোঁয়াটে শরীর…

আবহবিদরা মনে করছেন, আজ বৃহস্পতিবার থেকেই ধীরে ধীরে উল্লেখযোগ্য হারে পারদপতন হবে। ফের দক্ষিণবঙ্গে সপ্তাহ শেষে ঠান্ডা আমজ ফিরবে। আকাশ ঝলমলে থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বর্ষণের কোনও পূর্বাভাস নেই বলে হাওয়া দফতর জানিয়েছে। উল্লেখ্য, চলতি বছরে নভেম্বরেই রেকর্ড হারে পারদ পতন হয়েছিল শহরে। তাপমাত্রা নেমেছিল ১৬ ডিগ্রির ঘরে। এর প্রভাবে তখন কলকাতায় শীতের শুরুর আগেই ঠান্ডার আমেজ ছিল।

Skip to content