শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

প্রায় এক সপ্তাহের বেশি তাপপ্রবাহের জেরবার বাংলা। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেও তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরেই। একই অবস্থা উত্তরবঙ্গবাসীদেরও। পাহাড়ি অঞ্চলেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। তবে শেষমেশ স্বস্তির বার্তা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, কলকাতায় বৃহস্পতিবারও তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে। শহরের সর্বোচ্চ পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বুধবার কলকাতার সর্বোচ্চ পারদ ছিল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।
পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সাতটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে শনিবার থেকে সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিভিন্ন এলাকায়। যদিও এখনই মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর তাপপ্রবাহের হাত থেকে ছাড় পাচ্ছে না। হাওয়া দফতর জানিয়েছে, শনিবারও মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।
আরও পড়ুন:

ডায়াবিটিস এবং উচ্চ রক্তচাপের কারণে কিডনির ক্ষতি হচ্ছে? কী ভাবে সমস্যা এড়েবেন

বড়ই ছোট বক্ষযুগল? মালিশ থেকে আসন, স্তনের মাপ বাড়ানোর অনেক ঘরোয়া উপায় আছে

তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। এর মধ্যে তাপপ্রবাহের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। যদিও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সাত জেলা তথা উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-১২: দ্রুত গাড়ি চালিয়ে ঢুকে পড়লাম নিকটবর্তী একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে

ইংলিশ টিংলিশ: ‘be verb’ এবং ‘have verb’ এর ব্যবহার জানেন? সহজ উপায়ে শিখে নিতে ভিডিয়ো ক্লিপটি দেখুন

হাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা মূলত পশ্চিমি ঝঞ্ঝার কারণেই। শনিবার থেকে সোমবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি-সহ বাকি জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই। তবে এই সব জেলায় তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হবে না। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, হালকা বৃষ্টির হলেও এতে খুব একটা স্বস্তি পাওয়া যাবে না।

Skip to content