বুধবার ৩ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হতে পারে, এমনটা আলিপুর আবহাওয়া দফতর সূত্রের জানা গিয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার পারদের চেয়ে ২ ডিগ্রি কম। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ পারদ ২৬ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে।
সকালে কুয়াশার থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আকাশ পরিষ্কার থাকবে। মৌসম ভবনের পূর্বাভাস কয়েক দিনের মধ্যে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে পারে। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে আগামী ৩ দিনে।
আরও পড়ুন:

কিম্ভূতকাণ্ড, পর্ব-৭: একানড়ে ফিসফিস করে ছড়া কাটছে—পোঁড়া গাঁছের বেঁল, দাঁঠাকুরের খেঁল, গঁরিব চাঁষার…

আয়ু বাড়াতে চান? তাহলে এই তিন অভ্যাস এখনই ছাড়তে হবে

নিখুঁত সুন্দর তরতাজা ত্বক চাই? তাহলে আপনার রূপচর্চায় রাখুন অ্যাভোক্যাডো

তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হয়েছে মূলত উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে। পাশাপাশি উত্তুরে হাওয়াও ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। সেই সঙ্গে রাজ্যে প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ হাওয়া। তাই আগামী কয়েক দিনে কয়েক ডিগ্রি পারদ ঊর্ধ্বমুখী হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। হাওয়া অফিস মনে করছে, শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গের কিছু জেলায় এর প্রভাব পড়তে পারে।

Skip to content