শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

গরম কমার কোনও লক্ষণই নেই। উলটে দিন দিন এক-দু’ ডিগ্রি সেলসিয়াস করে পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে। উত্তরবঙ্গ থেকেদক্ষিণবঙ্গ সর্বত্র একই অবস্থা। তীব্র গরমে জেরবার জেলাগুলি। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপপ্রবাহ বইছে। কলকাতা-সহ পুরো দক্ষিণবঙ্গে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই ছাড়িয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আগামী তিন দিন তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। তবে বৃষ্টির পূর্বাভাসের কথাও শুনিয়েছে হাওয়া দফতর। তবে সেই বৃষ্টি বঙ্গবাসীকে কতটা স্বস্তি দেবে, তা সময়ই বলবে!
হাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার কলকাতার তাপমাত্রার পারদ ৪১ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। শুক্রবার শহরের দিনের পারদ ছিল ৪০.৮ ডিগ্রি। শনিবার তা আরও বৃদ্ধি পেতে পারে। কলকাতায় তাপপ্রবাহের সতর্কতাও রয়েছে। তবে শুধু কলকাতা নয়, আলিপুর আবহাওয়া দফতর পুরো দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে। তীব্র তাপপ্রবাহের তালিকায় দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূমে রয়েছে।
আরও পড়ুন:

হেলদি ডায়েট: হেলদি ডায়েট: পাতিলেবুর গুণেই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবিটিস

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৪২: শ্রীমার ভাইপো খুদি

আলিপুর হাওয়া দফতর সূত্রে এ-ও খবর, শনিবার ৪১ ডিগ্রি হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। সর্বনিম্ন পারদ ২৯ ডিগ্রি ছাড়াতে পারে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী তিন দিনে আরও বাড়বে। তাপমাত্রার পারদ এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, অন্তত আগামী বুধবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৪: সুন্দরবনের সুন্দরী গাছ

মুভি রিভিউ: রাজনীতির পটভূমিকায় ‘মহারানি সিজন ১’ টানটান উত্তেজনায় ভরা

এই তাপপ্রবাহের পরিস্থিতির মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর ভালো খবরও শুনিয়েছে। কিছু জেলায় আগামী সোমবার থেকে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে বিক্ষিপ্ত ভাবেই হবে। দক্ষিণবঙ্গের কিছু জেলা ভিজতে পারে। তবে এই বৃষ্টিতে গরম কমবে না বলেই আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে।
আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২০: মানকুমারী বসু—সাহিত্য জগতের উজ্জ্বল রত্ন!

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৪১: কান্না হাসির দোল দোলানো ‘একটি রাত’

উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে দিনাজপুর এবং মালদহে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্কই থাকবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী চার-পাঁচ দিন উত্তরবঙ্গের আবহাওয়ার তেমন বদল হওয়ার সম্ভাবনা নেই।
* হেলদি ডায়েট (Healthy Diet): সুতনুকা পাল (Sutanuka Paul), পুষ্টিবিদ, ডায়েট-টু-ফাইট।

Skip to content