বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে চলেছে। তীব্র গরমে জেরবার বঙ্গবাসী। সঙ্গে বইছে তাপপ্রবাহও। স্বস্তি নেই রাতেও। দেখা নেই বৃষ্টিরও। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া বদলের পূর্বাভাস নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি ছাড়া রাজ্যের আর অন্য কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই।
আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও তাপপ্রবাহের পূর্বাভাসের কথা জানিয়েছে। আবহাওয়া দফতরর সূত্রে জানা গিয়েছে, কলকাতার তাপমাত্রার পারদ রবিবারও ৪১ ডিগ্রির আশপাশে বজায় থাকবে। শনিবার কলকাতার সর্বোচ্চ পারদ ছিল ৪১.১ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন পারদ ২৯.৫ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আজ রবিবারও গরমের সঙ্গে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

মুভি রিভিউ: রাজনীতির পটভূমিকায় ‘মহারানি সিজন ১’ টানটান উত্তেজনায় ভরা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৫: সুন্দরবনের প্রকৃত ম্যানগ্রোভ ও ম্যানগ্রোভ-সহযোগীরা

হাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনে দক্ষিণের তাপমাত্রার পারদ এক থেকে দু’ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং ঝাড়গ্রামে। এই ৭ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এমনকি, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে কথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৫৩: ‘সুরের পরশে’ তুমি-ই যে শুকতারা

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-১৯: কামিনী রায়, জনৈক বঙ্গমহিলা

তবে উত্তরবঙ্গে আবহাওয়া পরিবর্তন শুরু হয়েছে। আপাতত দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি ছাড়া অন্য কথাও বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী মঙ্গলবার পর্যন্ত মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী দু’ দিন উত্তর দিনাজপুরে সম্ভাবনা রয়েছে তাপপ্রবাহের। অন্যদিকে কোচবিহার এবং আলিপুরদুয়ারে তাপপ্রবাহের পূর্বাভাস নেই। তবে গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে।

রবিবার ঝড়বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া দিতে পারে। আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। এই ৫ জেলার কোনও কোনও অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া দফতর বঙ্গবাসীকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছে। খুব দরকার ছাড়া দুপুরে বেরোতে মানা করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে প্রচুর জল খাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

Skip to content