শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

এই মরশুমের শীতলতম দিন বলে কথা! হ্যাঁ, ঠিকই পড়েছেন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মরশুমের শীতলতম দিন শনিবার। অবশেষে দিন পর পারদপতন হল। জল্পনার অবসান ঘটিয়ে শনিবার তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে। শনিবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী দু’দিন তাপমাত্রা আরও কিছুটা কমবে। শনিবার কলকাতার আকাশ থাকবে ঝলমলে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। হাওয়া দফতর রিপোর্ট অনুযায়ী, পশ্চিমের জেলাগুলিতেও শনিবার কিছুটা পারদপতন হয়েছে। এর মধ্যে কিছু জেলায় পারদ ১১ ডিগ্রি সেলসিয়াসেও নেমেছে। কলকাতায় রাতের দিকে আগামী কয়েক দিন কিছুটা তাপমাত্রা কম থাকবে। দিনের বেলাতেও শীত শীত ভাব অনুভূত হবে।
আরও পড়ুন:

অমরনাথের পথে, পর্ব-১: প্রস্তুতিপর্বের শেষে রওনা দিলাম স্বপ্নের কাশ্মীরের উদ্দেশ্যে

‘পিকা’ রোগে আক্রান্ত কিশোরীর পাকস্থলীতে ৩ কেজি চুল! কী এই রোগ?

হাওয়া দফতর এও জানিয়েছিল, মধ্য বঙ্গোপসাগরের দিক থেকে আসা ঘূর্ণাবর্তের প্রভাবে জোরালো হচ্ছে না উত্তুরে হাওয়া। ঘূর্ণাবর্তের প্রভাব কাটিয়ে হাওয়ার গতি বাড়লেই হলেই ধীরে ধীরে ফিরবে শীতের আমেজ। সেই ঘূর্ণাবর্তের রেশ খানিকটা কেটেছে বলেই জানিয়েছেন আবহবিদরা।
আরও পড়ুন:

হেঁশেলের মশলাতেই রয়েছে ক্যানসার প্রতিরোধের উপাদান, কোনগুলি ব্যবহার করবেন?

বিচিত্রের বৈচিত্র্যঃ যে জীবন মানেনি বাধা…

হাওয়া দফতর এও জানিয়েছিল, মূলত মধ্য বঙ্গোপসাগরের দিক থেকে এগিয়ে আসা ঘূর্ণাবর্তের জেরে উত্তুরে হাওয়া ঠিক মতো প্রবেশ করতে পারছিল না। তাই কলকাতায় উল্লেখযোগ্য ভাবে পারদপতন না হওয়ায় জমিয়ে ঠান্ডাও পড়ছে না। তবে ঘূর্ণাবর্তের প্রভাব কাটিয়ে হাওয়ার গতি বাড়লেই হলেই ধীরে ধীরে ফিরবে শীতের আমেজ। আবহাওয়া দফতর জানিয়েছে, সেই ঘূর্ণাবর্তের প্রভাব কিছুটা কেটেছে। তাই কিছুটা পারদপতন হয়েছে। ফিরেছে শীতের আমেজ।

Skip to content