ছবি: প্রতীকী। সংগৃহীত।
অবশেষে স্বস্তির খবর! তীব্র দহনজ্বালার মধ্যে থেকে কবে নিষ্কৃতি মিলতে চলেছে, আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল। হাওয়া দফতরের পূর্বাভাস মিললে চলতি সপ্তাহেই বঙ্গবাসী ‘স্বস্তি’ পেতে পারেন।
এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ শুরু হয়। কলকাতায় ১৯ এপ্রিল থেকে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়। গত এক সপ্তাহে উত্তরবঙ্গেও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, দক্ষিণবঙ্গে শনিবার থেকেই তাপপ্রবাহের তীব্রতা বেশ কিছুটা কমতে শুরু করবে। রবিবার থেকে তাপপ্রবাহ বন্ধ হবে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উপকূলবর্তী এলাকায় ।
আরও পড়ুন:
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৬: যন্ত্রণাদগ্ধ জ্যোতিরিন্দ্রনাথ রাঁচিতে পেয়েছিলেন সান্ত্বনার প্রলেপ
রাতে খাওয়াদাওয়ার পর মিষ্টি খান? কোন কোন অভ্যাস নিজের অজান্তে ক্ষতি করছে জানেন?
রবিবার থেকে দক্ষিণবঙ্গের সাত জেলা তথা কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দুই ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে আপাতত তাপপ্রবাহের সতর্কতা থাকছে না। দক্ষিণবঙ্গের বাকি আটটি জেলায় রবিবার থেকে তাপপ্রবাহের তীব্রতা বেশকিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ওই আট জেলা হল অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং দুই বর্ধমান। ধীরে ধীরে এই জেলাগুলিতেও তাপপ্রবাহ বন্ধ হয়ে যাবে বলে মনে করছেন আবহবিদরা।
আরও পড়ুন:
হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৩৮: স্বপনদোলা নাচিয়ে আয়
হাজার চেষ্টা করেও বাচ্চাকে খাওয়াতে পারছেন না? রইল পাঁচটি পরামর্শ
বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে তাপপ্রবাহের সতর্কতা থাকছে। তবে শুক্রবার থেকে তাপপ্রবাহ হবে না বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে। যদিও তাপপ্রবাহ বন্ধ হলেও শুক্রবার জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে তীব্র গরম বজায় থাকবে। উত্তরবঙ্গে আগামী বার থেকে গরম কমতে থাকবে। সোমবার কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও অস্বস্তিকর গরম থাকবে।
আরও পড়ুন:
পঞ্চমে মেলোডি, পর্ব-৬১: হায়রে কালা একি জ্বালা…
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৬: সুন্দরবনের লৌকিক চিকিৎসায় ম্যানগ্রোভ—হরগোজা ও কেয়া
উল্লেখ্য, বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আট জেলায় তীব্র তাপপ্রবাহের কারণে চৃড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। ওই আট জেলা হল—পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ। গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে আগামী চার-পাঁচ দিনে তাপমাত্রা বদলের কোনও পূর্বাভাস নেই।