রবিবার ২৯ সেপ্টেম্বর, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

তীব্র দহনজ্বালা থেকে কিছুটা মুক্তি দিয়েছিল বৈশাখের ঝড়বৃষ্টি। তবে সেই ঝড়বৃষ্টি বিদায় নিয়েছে। গত দু’দিন ধরেই আবার গরমের দাপট শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বৃহস্পতিবার জানিয়েছে, আগামী কয়েক দিনে ধীরে ধীরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। তাপমাত্রা বাড়তে পারে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বাতাসে বাড়তি আর্দ্রতার জন্য অস্বস্তিও বাড়বে বলে হাওয়া দফতর জানিয়েছে।
আবহাওয়া দফতর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। দক্ষিণবঙ্গের সেই চার জেলা হল—পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। হাওয়া দফতর এ-ও জানিয়েছে, আপাতত রাজ্যে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আগামী সোমবার নাগাদ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর ওই ঘূর্ণাবর্তের দিকেই আপাতত নজর রাখছেন।
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-৬৩: আমার মালতী লতা কী আবেশে দোলে…

দশভুজা, সরস্বতীর লীলাকমল, সরস্বতীর লীলাকমল, পর্ব-২৩: তরু দত্ত— এক আনন্দ বিষাদের তরুলতা

দক্ষিণবঙ্গের কোথাও কোথাও আগামী শনিবার-রবিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হালকা থেকে মাঝারি পরিমাণ হবে। এদিকে, গতকাল বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩৬.২ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি। শহরের নিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি বেশি। আজ বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৬৩: বাবু ডাক্তার ও ‘ডাক্তারবাবু’

মুভি রিভিউ: দ্য ওয়েডিং গেস্ট—অনাহুত গেস্ট দেব স্বয়ং অপহরণ করলেন কনে রাধিকাকে

উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার কোনও কোনও এলাকায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের আবহাওয়া মোটের উপর শুকনোই থাকবে। আপাতত উত্তরবঙ্গের কোনও জেলায় তাপপ্রবাহের সতর্কতা নেই। যদিও উত্তরের জেলাগুলিতে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন:

আপনার লুকে কেমন সানগ্লাস মানানসই জানেন?

বেশির ভাগ সময়েই এসি ঘরে কাটে? এই ৫টি রোগ কিন্তু নিঃশব্দে বেড়ে চলেছে, জানতেন?

ইতিমধ্যেই পূর্ব, উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে তাপপ্রবাহ নিয়ে সতর্কতা জারি করেছে মৌসম ভবন। পাশাপাশি দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে ভারী সতর্কতাও দেওয়া হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, ১৮ মে পর্যন্ত তীব্র তাপপ্রবাহ চলবে রাজস্থান, উত্তরপ্রদেশ, পঞ্জাব এবং হরিয়ানায়। বৃহস্পতিবার থেকেই এই রাজ্যগুলিতে তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে মৌসম ভবন। অন্য দিকে, বৃহস্পতিবার তাপপ্রবাহের পরিস্থিতি চলবে পশ্চিম রাজস্থান, সৌরাষ্ট্র, কচ্ছ, কোঙ্কন এবং গোয়ায়। উত্তরপ্রদেশ, পঞ্জাব, দক্ষিণ হরিয়ানা এবং বিহারে ১৬-১৮ মে পর্যন্ত তাপপ্রবাহ চলবে। অন্য দিকে, মধ্যপ্রদেশ এবং পূর্ব রাজস্থানে ১৭-১৮ মে পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে।

মৌসম ভবন আরও জানিয়েছে, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ঝাড়খণ্ড, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ১৮-১৯ মে তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে। বিহারে ১৭-১৯ মে পর্যন্ত এই পরিস্থিতি চলবে। পূর্ব, উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে গরমের দাপট বাড়লেও উপদ্বীপীয় দক্ষিণ ভারতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকল, কেরল, মাহে, অভ্যন্তরীণ কর্নাটকে। ১৬-১৯ মে পর্যন্ত এই সব জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কেরলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্য দিকে, বেঙ্গালুরুতে ১৬-২১ মে পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝড় হতে পারে সিকিম এবং উত্তরবঙ্গে। অন্য দিকে, ১৭-১৯ মে পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়ে। মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে এবং নিকোবর দ্বীপপুঞ্জে ১৯ মে-র মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকতে পারে। ৩১ মে-র মধ্যে কেরলে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

Skip to content