ছবি: প্রতীকী।
মঙ্গলবারই রেকর্ড ভাঙতে চলেছে কলকাতা! গত ৪৪ বছর ধরে তাপমাত্রা এই রেকর্ড অটুট ছিল। মঙ্গলবার এ নিয়ে সতর্ক করেছে। সঙ্গে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, মঙ্গলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পাদর ৪২ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে।
কলকাতার তাপমাত্রার পারদ সর্বোচ্চ এ বছরের গরমের মরসুমে ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে। সোমবারই কলকাতার পারদ রেকর্ড করেছিল। ১৯৮০ সালের পর থেকে ২০২৪ সাল পর্যন্ত এই তাপমাত্রাই ছিল কলকাতার এপ্রিলের সর্বোচ্চ তাপমাত্রার পারদ। সোমবারের আগে কলকাতায় ১৯৮০ সালে শেষ বার এতটা তপ্ত হয়েছিল। আবহাওয়া দফতরের রেকর্ড বলছে, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ১৯৫৪ সালের এপ্রিল মাসে ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল। ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই ছিল কলকাতার সর্বকালীন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। আলিপুর আবহাওয়া অফিসের সতর্কবার্তা অনুযায়ী, এপ্রিলের শেষ দিন মঙ্গলবার হতে চলেছে ১৯৮০ সালের পর এপ্রিলের কলকাতার উষ্ণতম দিন।
আরও পড়ুন:
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৬: যন্ত্রণাদগ্ধ জ্যোতিরিন্দ্রনাথ রাঁচিতে পেয়েছিলেন সান্ত্বনার প্রলেপ
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৬: সুন্দরবনের লৌকিক চিকিৎসায় ম্যানগ্রোভ—হরগোজা ও কেয়া
গত রবিবার আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, দক্ষিণবঙ্গের তাপমাত্রা আপাতত আর খুব একটা বাড়ার সম্ভাবনা নেই। তাঁরা এও জানিয়েছিলেন, গত কয়েক দিনে তাপমাত্রা যতটা বেড়েছে, তার থেকে আর খুব বেশি বাড়বে না। উলটে তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমতে পারে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছিল, গ্রীষ্মকালে বঙ্গোপসাগর থেকে যে দখিনা হাওয়ার জন্য দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হয়। আগামী রবিবারের পর থেকে সেই হাওয়া-বাতাস রাজ্যে ঢোকা শুরু করতে পারে। এর ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হলেও হতে পারে।
আরও পড়ুন:
পঞ্চমে মেলোডি, পর্ব-৬১: হায়রে কালা একি জ্বালা…
হাজার চেষ্টা করেও বাচ্চাকে খাওয়াতে পারছেন না? রইল পাঁচটি পরামর্শ
তবে রাজ্য জুড়ে বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। কলকাতায় তাপপ্রবাহের কমলা সতর্কতা আছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহেও তাপপ্রবাহ চলবে। তীব্র তাপপ্রবাহ জারি থাকবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং ঝাড়গ্রাম জেলায়। সোমবার থেকে বুধবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের কারণে এই সাত জেলায় লাল সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। সোমবার থেকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহ চলবে। এর জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।। মঙ্গলবার আবহাওয়া দফতর সূত্রে সতর্ক বার্তায় বলা হয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৪২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে।
আরও পড়ুন:
প্রচণ্ড গরমে সতর্ক থাকুন প্রবীণেরা, একঝলকে জেনে নিন কী করবেন, কী করবেন না
মহাকাব্যের কথকতা, পর্ব-৬০: আধুনিক ভারতীয় রাজনীতির চালচিত্রে কি দশরথ ও কৈকেয়ীর ছায়া?
ইতিমধ্যেই বাংলার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গিয়েছে। সম্প্রতিই রাজ্যের পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ নথিভুক্ত হয়েছে। পানাগড়ও কলাইকুন্ডার কাছাকাছিই ছিল। এই মরসুমেই সল্টলেক এবং দমদমে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৪২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে।